প্যানেল আলোচনায় মার্কেটিং খাতের সাম্প্রতিক পরিবর্তন, ভোক্তা আচরণের পরিবর্তন, ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং নতুন প্রজন্মের জন্য প্রস্তুতির স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হয়।
ইউল্যাবে হয়ে গেল ‘মার্কেটিং সামিট’

- আপডেট সময় ০১:৪৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘মাইন্ডশিফট: দ্য মার্কেটিং সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
ব্রুভানার পরিবেশনায় বিকাশের সহযোগিতায় গত ২১ অগাস্ট এ সম্মেলন হয় বলে ইউল্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।
অধ্যাপক ইমরান রহমান বলেন, “ইউল্যাব সবসময় এমন প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে শিক্ষার্থীরা শিল্পজগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে৷ ছাত্রজীবনেই ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সারোয়ার উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সুযোগ কাজে লাগাতে উৎসাহ দিয়ে বলেন, “এ ধরনের ইভেন্টে অংশগ্রহণ শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে।”
সম্মেলনে প্যানেল আলোচনায় অংশ নেন ব্রুভানার সিইও নাভিদ ইয়াকুব, বিকাশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ পেরোল বিজনেস এটিএম. মাহবুব আলম, আকিজ বেকারস লিমিটেডের সিএমও মো. শফিকুল ইসলাম তুষার এবং বার্জার পেইন্টস লিমিটেডের জেনারেল সেলস ম্যানেজার মি. সাব্বির আহমেদ।
প্যানেল আলোচনায় মার্কেটিং খাতের সাম্প্রতিক পরিবর্তন, ভোক্তা আচরণের পরিবর্তন, ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং নতুন প্রজন্মের জন্য প্রস্তুতির স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার পর প্রশ্নোত্তর সেশনে শিক্ষার্থীরা মার্কেটিং ক্যারিয়ারের ভবিষ্যৎ, কাস্টমারের ধারলা পরিবর্তন এবং ক্রমাগত পরিবর্তনশীল ইন্ডাস্ট্রিতে টিকে থাকার উপায় নিয়ে উপস্থিত আলোচকদের প্রশ্ন করেন।
দেশের মার্কেটিং প্রোফেশনালস, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা সম্মেলনে অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘মার্কেটিং স্ট্র্যাটেজি ডিজাইন কম্পিটিশন’, যা ব্রুভানার নতুন পণ্য ‘লোলা পপসিকলস’-কে ঘিরে অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম