মাকাসারের পর বিক্ষোভকারীরা আরও তিনটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে। এসব নাশকতার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ায় বিক্ষোভ চলছেই, চীন সফর বাতিল করলেন প্রেসিডেন্ট প্রাবোও

- আপডেট সময় ১২:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
কয়েকদিন ধরে চলা বিক্ষোভ রাজধানী জাকার্তার বাইরে আরও দূরে ছড়িয়ে পড়ায় এবং একাধিক আঞ্চলিক পার্লামেন্টে আগুন দেওয়ার ঘটনার মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন।
জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উদ্যাপনে বুধবার চীনে হতে যাওয়া ‘বিজয় শোভাযাত্রায়’ অংশ নেওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের।
দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শনিবার ওই সফর বাতিল করতে বাধ্য হন তিনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এবারের বিক্ষোভকে প্রাবোও-র এক বছর হতে চলা সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ বিবেচনা করা হচ্ছে।
সাংসদদের বেতনভাতা ঘিরে অসন্তোষ থেকে কয়েকদিন আগে জাকার্তায় এ বিক্ষোভ শুরু হয়; পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হলে পরিস্থিতির আরও অবনতি হয়।
“প্রেসিডেন্ট পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ চালিয়ে যেতে চান এবং এই জটিলতার সবচেয়ে সেরা সমাধান খুঁজছেন। তাই প্রেসিডেন্ট আমন্ত্রণ রাখতে না পারায় চীন সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন,” শনিবার এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র প্রাসেতিও হাদি।
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনও আছে, চীন সফর বাতিলের ক্ষেত্রে সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে, বলেছেন প্রাসেতিও।
এদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর চীনা বাইটড্যান্সের মালিকানাধীন স্বল্পদৈর্ঘ্য ভিডিওর অ্যাপ টিকটক শনিবার জানিয়েছে, তারা কিছুদিনের জন্য ইন্দোনেশিয়ায় তাদের অ্যাপের লাইভ ফিচার স্থগিত রাখছে।
অনলাইনজুড়ে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় জাকার্তা কয়েকদিন আগেই মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেট ও টিকটকসহ সোশ্যাল মিডিযা প্ল্যাটফর্মগুলোর প্রতিদিনিধের তলব করে তাদের কনটেন্ট যাচাই-বাছাই আরও জোরদার করতে বলেছিল।
ভুয়া তথ্যের মাধ্যমে বিক্ষোভে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ইন্দোনেশিয়ার সরকারের।
এদিকে বিক্ষোভকারীরা শনিবার ওয়েস্ট নুসা তেংগারা, মধ্য জাভার পেকালংগান শহর ও পশ্চিম জাভার সিরেবোন শহরে তিনটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এসব নাশকতার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা সিরেবোনে পার্লামেন্ট কার্যালয়ের নানান সরঞ্জাম লুট করেছে। পেকালংগান ও ওয়েস্ট নুসা তেংগারায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলে স্থানীয় গণমাধ্যম দেতিক ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে।
আগের দিন শুক্রবার সাউথ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুনে তিনজনের নিহত হওয়ার খবর দিয়েছিল ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
নিহতরা আগুনে পুড়তে থাকা ভবনটির ভেতরে আটকা পড়েন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা। আগুন থেকে বাঁচতে ভবনটি থেকে লাফিয়ে পড়ে দুইজন আহত হয়েছেন বলে শনিবারই দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছিল।
মাকাসারে পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম মেট্রো টিভি নিউজ ডটকম জানালেও রয়টার্স এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
শনিবার ইন্দোনেশিয়ার পর্যটনপ্রিয় দ্বীপ বালিতেও বিক্ষোভ হয়েছে, পুলিশ সেখানে কাঁদুনে গ্যাস ছুড়েছে।
নাসদেম দলের এক সাংসদ আহমেদ সারোনির জাকার্তার বাড়িতে লুটপাটের খবর পাওয়া গেছে। লুটপাটকারীরা ওই বাড়ির অনেক আসবাবও নিয়ে গেছে।
সাংসদদের বেতনভাতা নিয়ে চলমান অসন্তোষ ও ক্ষোভের মধ্যে পার্লামেন্ট বিলুপ্ত করে দেওয়ার দাবি তোলা লোকজনের বিরুদ্ধে উল্টাপাল্টা বলার অভিযোগ আছে সারোনির বিরুদ্ধে।
তিনি সাংসদদের বেতনভাতার দিকে আঙুল তোলা লোকজনকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড’ অভিহিত করেছিলেন।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম