১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম
ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়াবে আওয়ামী লীগ

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৯৯ বার পড়া হয়েছে
এবার রমজানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টির আয়োজন করা হবে না। ইফতার পার্টি আয়োজনের টাকা ও খাবার অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।
সোমবার (২৭ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা রমজান ইফতার পার্টি করতাম। এবার রমজানে আমরা ইফতার পার্টির না করে সব টাকা ও খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
শেখ হাসিনা বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণে কাজ করি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষকে কী দিয়েছে? কিছু দিতে পারেনি। তারা শুধু নিজেরা নিয়েছে। কী পরিমাণ নিয়েছে আগেই বলেছি, আর বলতে চাই না।
ট্যাগস