০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ভোলায় কড়া শাসন মানতে না পেরে ক্ষোভে কিশোর ছেলে বাবাকে হত্যা করে বলে জানান পুলিশ সুপার।

ইসলামী ঐক্য আন্দোলনের নেতা নোমানী খুন হন ছেলের হাতে, দাবি পুলিশের

ভোলা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা পুলিশ সুপার শরীফুল হক।

 

ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানী তার কিশোর ছেলের হাতেই খুন হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

নোমানীর ১৭ বছরের ছেলেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি ভোলা জেলা পুলিশ সুপার শরীফুল হকের।

শুক্রবার রাতে তজুমদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নোমানী (৪৫) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন। নিহতের সাত দিনের মাথায় ঘটনার রহস্য উন্মোচন করল পুলিশ।

শনিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফুল হক বলেন, “নোমানীর ছেলে একাই ‘কিলিং মিশনে’ অংশ নিয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। কড়া শাসন মানতে না পেরে ক্ষোভে সে বাবাকে খুন করে।

“দুই মাস আগে থেকে বাবাকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল সে। কীভাবে আঘাত করলে বাবার মৃত্যু নিশ্চিত হবে তা শিখতে ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে দক্ষতা অর্জন করে। এরপর ছুরি, টি-শার্ট, ক্যাপ এবং হাতঘড়ি সংগ্রহ করে সে।”

তিনি বলেন, “বাবার শাসনে ক্ষোভ থেকে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল ওই কিশোর। তবে ব্যর্থ হওয়ার পর বাবাকে হত্যার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী পরিকল্পনা করতে থাকে এবং ৬ সেপ্টেম্বর রাতে ঘরে একা পেয়ে বাবাকে খুন করে।”

“তদন্তের এক পর্যায়ে ১২ সেপ্টেম্বর সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলেকে ডিবির হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বীকার করে সে। পরে তার দেখানো বাড়ির পেছনের খাল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।”

তবে এ ঘটনায় কিশোর ছেলের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি-না সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার শরীফুল হক।

বর্তমানে মামলাটি ভোলা জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত করছে বলে জানান তিনি।

বাবার সঙ্গে রাগ করে নিজ বাড়িতে না থেকে মামার বাড়িতে থাকত ওই কিশোর। তবে পড়াশোনা করতো বাবার মাদরাসায়।

 

 

ভোলা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ভোলায় কড়া শাসন মানতে না পেরে ক্ষোভে কিশোর ছেলে বাবাকে হত্যা করে বলে জানান পুলিশ সুপার।

ইসলামী ঐক্য আন্দোলনের নেতা নোমানী খুন হন ছেলের হাতে, দাবি পুলিশের

আপডেট সময় ১২:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

 

ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানী তার কিশোর ছেলের হাতেই খুন হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

নোমানীর ১৭ বছরের ছেলেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি ভোলা জেলা পুলিশ সুপার শরীফুল হকের।

শুক্রবার রাতে তজুমদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নোমানী (৪৫) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন। নিহতের সাত দিনের মাথায় ঘটনার রহস্য উন্মোচন করল পুলিশ।

শনিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফুল হক বলেন, “নোমানীর ছেলে একাই ‘কিলিং মিশনে’ অংশ নিয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। কড়া শাসন মানতে না পেরে ক্ষোভে সে বাবাকে খুন করে।

“দুই মাস আগে থেকে বাবাকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল সে। কীভাবে আঘাত করলে বাবার মৃত্যু নিশ্চিত হবে তা শিখতে ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে দক্ষতা অর্জন করে। এরপর ছুরি, টি-শার্ট, ক্যাপ এবং হাতঘড়ি সংগ্রহ করে সে।”

তিনি বলেন, “বাবার শাসনে ক্ষোভ থেকে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল ওই কিশোর। তবে ব্যর্থ হওয়ার পর বাবাকে হত্যার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী পরিকল্পনা করতে থাকে এবং ৬ সেপ্টেম্বর রাতে ঘরে একা পেয়ে বাবাকে খুন করে।”

“তদন্তের এক পর্যায়ে ১২ সেপ্টেম্বর সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলেকে ডিবির হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বীকার করে সে। পরে তার দেখানো বাড়ির পেছনের খাল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।”

তবে এ ঘটনায় কিশোর ছেলের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি-না সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার শরীফুল হক।

বর্তমানে মামলাটি ভোলা জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত করছে বলে জানান তিনি।

বাবার সঙ্গে রাগ করে নিজ বাড়িতে না থেকে মামার বাড়িতে থাকত ওই কিশোর। তবে পড়াশোনা করতো বাবার মাদরাসায়।

 

 

ভোলা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম