এক সময় বিশ্ব ব্যাংকের সঙ্গেও কাজ করেছেন ফিন্যান্সের এই অধ্যাপক।
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-ফিন্যান্সের অধ্যাপক এম জুবায়দুর রহমান

- আপডেট সময় ০৯:৫৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্সের অধ্যাপক এম জুবায়দুর রহমান, যিনি এক সময় বিশ্ব ব্যাংকের সঙ্গেও কাজ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি জুবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসাবে ইসলামী ব্যাংকের বোর্ডে বসিয়েছিলেন। বুধবার পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জুবায়দুর রহমান চেয়ারম্যানের দায়িত্বে ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হচ্ছেন। অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হওয়ায় ওবায়েদ উল্লাহ আল মাসুদ গত ১৭ জুলাই পদত্যাগ করেন।
১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এম জুবায়দুর রহমান। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি করেন।
তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে অধ্যাপনা করেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক জুবায়দুর রহমান ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। বিশ্ব ব্যাংকের এই সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
ইসলামী ব্যাংক বলছে, অধ্যাপক জুবায়দুর কৌশলগত পরামর্শ এবং পরিবর্তন ব্যবস্থাপনা প্রক্রিয়া নিয়ে কাজ করে থাকেন। আর্থিক জবাবদিহিতা এবং কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ক ব্যবস্থাপনায় তার দক্ষতা রয়েছে।
তার কাজের কেন্দ্রবিন্দু ছিল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম, যার মাধ্যমে বিশ্ব ব্যাংকের সদস্য দেশগুলোকে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গভর্ন্যান্সের ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করা হয়।
বিশ্ব ব্যাংকে থাকাকালে তিনি আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন।
রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে আন্তর্জাতিক কোম্পানি ডেলোয়েটের পরিচালনায় নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন জুবায়দুর রহমান। এসব দেশে তিনি বাজার অর্থনীতির প্রসারেয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম