১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
গ্রাহক সমুদয় অর্থ এককালীন অথবা ন্যূনতম ১০০০ টাকা জমা দিয়ে এ হিসাব খুলতে পারবেন।

ইসলামী ব্যাংকে ‘ক্যাশ ওয়াক্ফ অ্যাকাউন্ট’

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৮:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

 

মানবতার সেবায় সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের রয়েছে মুদারাবা ওয়াক্ফ ক্যাশ জমা হিসাব।

ইসলামী ব্যাংক মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এটি সাদাকায়ে জারিয়ার একটি সহজ রূপ। স্থায়ী প্রকৃতির স্বেচ্ছামূলক এই দান অ্যাকাউন্টে মূল টাকা সংরক্ষিত থাকে এবং তা থেকে প্রাপ্ত আয় মানবকল্যাণে ব্যয় করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক সমুদয় অর্থ এককালীন অথবা ন্যূনতম ১০০০ টাকা জমা দিয়ে এ হিসাব খুলতে পারবেন। বাকি টাকা কিস্তিতে জমা করতে পারবেন। ঘোষিত সম্পূর্ণ অর্থ ব্যাংকে জমা হলে ওয়াক্ফদাতাকে একটি ক্যাশ ওয়াক্ফ সার্টিফিকেট প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাকাউন্টে জমাকৃত অর্থ মুদারাবা নীতির ভিত্তিতে পরিচালিত হয়। ব্যাংকের নির্ধারিত খাতে অথবা হিসাবধারীর পছন্দ অনুযায়ী শরীয়াহসম্মত খাতে মুনাফা ব্যয়ের নির্দেশনা প্রদান করা যায়। এ হিসাবে অর্জিত মুনাফা বন্টন ও স্থানান্তর করার জন্য এক বা একাধিক সঞ্চয়ী বা চলতি হিসাব সংশ্লিষ্ট শাখায় পরিচালনা করা যাবে। হিসাবের বর্ষপূর্তিতে মুনাফা দেওয়া হয়। তবে গ্রাহক যদি মাসিক মুনাফা নিতে আগ্রহী হন, তা প্রাক্কলিত হারে প্রদান করা হয়। হিসাবধারী চাইলে নিজেও সেই মুনাফা নির্ধারিত কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন।

এতে আরো বলা হয়, আঠারো বা তদূর্ধ্ব বয়সের বাংলাদেশের যেকোন নাগরিক এই হিসাব খুলতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকের নির্দেশক্রমে তার ব্যক্তিগত চলতি/সঞ্চয়ী হিসাব থেকে প্রতিমাসে সরাসরি কিস্তির টাকা জমা করার সুযোগ রয়েছে। অনলাইন, আইব্যাংকিং এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কিস্তি জমা করা যায়। এছাড়া ওয়াকফ অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রাও জমা দেওয়া সম্ভব।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

গ্রাহক সমুদয় অর্থ এককালীন অথবা ন্যূনতম ১০০০ টাকা জমা দিয়ে এ হিসাব খুলতে পারবেন।

ইসলামী ব্যাংকে ‘ক্যাশ ওয়াক্ফ অ্যাকাউন্ট’

আপডেট সময় ০৮:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

 

মানবতার সেবায় সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের রয়েছে মুদারাবা ওয়াক্ফ ক্যাশ জমা হিসাব।

ইসলামী ব্যাংক মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এটি সাদাকায়ে জারিয়ার একটি সহজ রূপ। স্থায়ী প্রকৃতির স্বেচ্ছামূলক এই দান অ্যাকাউন্টে মূল টাকা সংরক্ষিত থাকে এবং তা থেকে প্রাপ্ত আয় মানবকল্যাণে ব্যয় করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক সমুদয় অর্থ এককালীন অথবা ন্যূনতম ১০০০ টাকা জমা দিয়ে এ হিসাব খুলতে পারবেন। বাকি টাকা কিস্তিতে জমা করতে পারবেন। ঘোষিত সম্পূর্ণ অর্থ ব্যাংকে জমা হলে ওয়াক্ফদাতাকে একটি ক্যাশ ওয়াক্ফ সার্টিফিকেট প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাকাউন্টে জমাকৃত অর্থ মুদারাবা নীতির ভিত্তিতে পরিচালিত হয়। ব্যাংকের নির্ধারিত খাতে অথবা হিসাবধারীর পছন্দ অনুযায়ী শরীয়াহসম্মত খাতে মুনাফা ব্যয়ের নির্দেশনা প্রদান করা যায়। এ হিসাবে অর্জিত মুনাফা বন্টন ও স্থানান্তর করার জন্য এক বা একাধিক সঞ্চয়ী বা চলতি হিসাব সংশ্লিষ্ট শাখায় পরিচালনা করা যাবে। হিসাবের বর্ষপূর্তিতে মুনাফা দেওয়া হয়। তবে গ্রাহক যদি মাসিক মুনাফা নিতে আগ্রহী হন, তা প্রাক্কলিত হারে প্রদান করা হয়। হিসাবধারী চাইলে নিজেও সেই মুনাফা নির্ধারিত কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন।

এতে আরো বলা হয়, আঠারো বা তদূর্ধ্ব বয়সের বাংলাদেশের যেকোন নাগরিক এই হিসাব খুলতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকের নির্দেশক্রমে তার ব্যক্তিগত চলতি/সঞ্চয়ী হিসাব থেকে প্রতিমাসে সরাসরি কিস্তির টাকা জমা করার সুযোগ রয়েছে। অনলাইন, আইব্যাংকিং এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কিস্তি জমা করা যায়। এছাড়া ওয়াকফ অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রাও জমা দেওয়া সম্ভব।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম