ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
- আপডেট সময় ০৯:৩১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১২১ বার পড়া হয়েছে
ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের মার্চ মাসের বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বুধবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৪তম সভায় মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সে জন্য মালিকরা ঈদের আগেই বোনাস দেবেন। নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করবেন। যদি দুই একটি কারখানায় মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।
সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানা ভেদে শ্রমিক-মালিক আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নেবেন। বৈঠকে বেতন বোনাস দেওয়ার বিষয়টি নির্দিষ্ট করার বিপক্ষে মত দেন মালিকরা। এপ্রিলের বেতন পরিশোধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি মালিকপক্ষ। তারা বলেন, মালিক-শ্রমিক বোঝাপড়ার মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ করা হবে। অনেক কারখানা শ্রমিকদের চাওয়ার আগেই বেতন-বোনাস দেবে।
যেসব কারখানা শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঝামেলা করতে পারে, সেগুলো চিহ্নিত করে বেতন-ভাতা পরিশোধ করার ব্যবস্থা করা হবে। বৈঠকে শিল্প পুলিশের পক্ষ থেকে বলা হয়, সারা মাস চাকরি করে যদি ঈদের আগে শ্রমিকরা বেতন-ভাতা না পান, তবে এ থেকে উদ্ভূত পরিস্থিতি কারো পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। মালিকরা সময়মতো বেতন-ভাতা দেবেন যাতে সবাই ভালোভাবে ঈদ কাটাতে পারে।
সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহসভাপতি মো. নাছির উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি আলাউদ্দিন আহমেদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি আমিরুল হক আমিন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, শ্রমিক নেতা কুতুব উদ্দিন, সিরাজুল ইসলাম রনি প্রমুখ।