০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়।

উত্তরায় উড়োজাহাজ বিধ্বস্ত: এনসিপি নেতাকর্মীদের ‘জরুরি সহায়তার’ নির্দেশ

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

 

ঢাকার দিয়াবাড়িতে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে আহতদের জরুরি সহায়তা দিতে দলের যুব সংগঠন— জাতীয় যুবশক্তি ও ‘ডক্টর্স উইংকে’ নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ নির্দেশ দেন। তিনি উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের ঘটনায় ‘গভীর শোক ও উদ্বেগ’ জানিয়েছেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে।”

 

 

সংবাদমাধ্যমে এনসিপির তথ্য দেওয়ার ফেসবুক গ্রুপে বলা হয়, নাহিদ ইসলাম সর্বস্তরের নেতাকর্মীদের উদ্ধার কাজে সহায়তা, আহতদের চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটের চিকিৎসক আব্দুল আহাদের সমন্বয়ে দলের একটি মেডিকেল টিম কাজ করছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়।

টিমের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন— এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ, মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, হেলথ উইংয়ের সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু, সদস্য ডা. মো. ইউসুফ জামিল তিহান, ডা. মনির হোসেন, ডা. মারুফুল ইসলাম ও ডা. সাব্বির আহমেদ।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত অর্ধশতাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

এ ঘটনায় অন্তত ১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়।

উত্তরায় উড়োজাহাজ বিধ্বস্ত: এনসিপি নেতাকর্মীদের ‘জরুরি সহায়তার’ নির্দেশ

আপডেট সময় ০৫:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

 

ঢাকার দিয়াবাড়িতে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে আহতদের জরুরি সহায়তা দিতে দলের যুব সংগঠন— জাতীয় যুবশক্তি ও ‘ডক্টর্স উইংকে’ নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ নির্দেশ দেন। তিনি উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের ঘটনায় ‘গভীর শোক ও উদ্বেগ’ জানিয়েছেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে।”

 

 

সংবাদমাধ্যমে এনসিপির তথ্য দেওয়ার ফেসবুক গ্রুপে বলা হয়, নাহিদ ইসলাম সর্বস্তরের নেতাকর্মীদের উদ্ধার কাজে সহায়তা, আহতদের চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটের চিকিৎসক আব্দুল আহাদের সমন্বয়ে দলের একটি মেডিকেল টিম কাজ করছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়।

টিমের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন— এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ, মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, হেলথ উইংয়ের সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু, সদস্য ডা. মো. ইউসুফ জামিল তিহান, ডা. মনির হোসেন, ডা. মারুফুল ইসলাম ও ডা. সাব্বির আহমেদ।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত অর্ধশতাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

এ ঘটনায় অন্তত ১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম