‘সিক্রেট মাউন্টেইন’ হচ্ছে নতুনধারার এক উদ্যোগ, যেখানে সংগীত ও এআইকে একসঙ্গে মিলিয়ে গোটা বিশ্বের শিল্পীদের নিয়ে যৌথভাবে কাজের পরিকল্পনা রয়েছে রহমান ও অল্টম্যানের।
এআইনির্ভর ব্যান্ড ‘সিক্রেট মাউন্টেইন’ নিয়ে আলোচনায় অল্টম্যান-এআর রহমান

- আপডেট সময় ১১:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে

সংগীতের এই মহারথী একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন। ছবি: এআর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ভার্চুয়াল ব্যান্ড ‘সিক্রেট মাউন্টেইন’ নিয়ে আলোচনা করতে চ্যাটিজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।
ভারতীয় এ সংগীত পরিচালক বলেছেন, অল্টম্যানের সঙ্গে সাক্ষাতে একসঙ্গে কিছু নতুন ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে আলোচনা করেছেন তিনি। যার মধ্যে রয়েছে তাদের এআইনির্ভর ভার্চুয়াল গ্লোবাল ব্যান্ড ‘সিক্রেট মাউন্টেইন’ নিয়ে আলোচনা।
এক এক্স পোস্টে এ খবরটি শেয়ার করে রহমান লিখেছেন, “স্যাম অল্টম্যানের অফিসে তার সঙ্গে দেখা করে আমার ভালো লেগেছে… আমরা ‘সিক্রেট মাউন্টেইন’ নামের ভার্চুয়াল গ্লোবাল ব্যান্ড নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি কীভাবে ভারতীয় মেধাকে এআই টুলের মাধ্যমে ব্যবহার করে প্রজন্মের বিভিন্ন চ্যালেঞ্জ ঠেকানো এবং ভবিষ্যতের পথপ্রদর্শক হতে তাদেরকে উৎসাহিত করা যায় সেসব বিষয়েও কথা বলেছি।”
পোস্টে @chatgptindia ও @OpenAI-কেও ট্যাগ করেছেন রহমান, যা থেকে ইঙ্গিত মিলেছে, সৃজনশীলতা ও শিক্ষার ক্ষেত্রে এআইয়ের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংগীত ও প্রযুক্তির মিশ্রণ
‘সিক্রেট মাউন্টেইন’ হচ্ছে নতুন ধারার এক উদ্যোগ, যেখানে সংগীত ও এআইকে একসঙ্গে মিলিয়ে গোটা বিশ্বের শিল্পীদের নিয়ে যৌথভাবে কাজের পরিকল্পনা রয়েছে রহমান ও অল্টম্যানের।
এআই নিয়ে রহমানের আগ্রহ কেবল সংগীতেই সীমাবদ্ধ নয়, বরং তিনি প্রযুক্তির সাহায্যে গল্প বলার নতুন পদ্ধতি ও শিক্ষাক্ষেত্রেও এর সম্ভাবনা খুঁজে দেখছেন। রহমানের বড় এক পরিকল্পনার অংশ এটি, যেখানে প্রযুক্তি ব্যবহার করে তিনি সৃজনশীলতা ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে প্রতিবেদনে লিখেছে গালফ নিউজ।
এদিকে, সংগীতের এই মহারথী একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন। বর্তমানে তিনি বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ চলচ্চিত্রের জন্য সংগীত তৈরি করছেন। এ সিনেমাতে অভিনয় করছেন রণবীর কাপুর ও সাই পল্লবি।
এ প্রকল্পে তার সঙ্গে রয়েছেন বিশ্বখ্যাত জার্মান সুরকার সিনেমার সংগীত নির্দেশক হ্যান্স জিমার। ‘ইনসেপশন’, ‘দ্য লায়ন কিং’, ও ‘ইন্টারস্টেলার’-এর মতো ছবির জন্য সুপরিচিত তিনি।
নামিত মালহোত্রা প্রযোজিত রামায়ণ চলচ্চিত্রের প্রথম পর্ব ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে ও তার পরের পর্ব ২০২৭ সালে মুক্তি পাবে।
রহমান তামিল অভিনেতা-পরিচালক এস জে সুরিয়ার আসন্ন চলচ্চিত্র ‘কিলার’-এর জন্যও সংগীত পরিচালনা করছেন।
এ ছবির মাধ্যমে প্রায় এক দশক পর পরিচালক হিসেবে আবার ফিরে আসছেন সুরিয়া। ফলে চলচ্চিত্রটি তার জন্য গুরুত্বপূর্ণ এক প্রত্যাবর্তন। রহমানের সংগীত এতে বিশেষ মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম