ডিএমপি বলছে, ডাম্পিং ইয়ার্ডের কর্মকর্তা খেয়াল করেন, কাগজে সংশ্লিষ্ট কর্মকর্তার সই ও সিল জাল করা হয়েছে। তখন রমজান আলীকে আটক করা হয়।
এআই দিয়ে বানানো নথিতে বাইক ছাড়ানোর চেষ্টা, যুবক আটক

- আপডেট সময় ১২:০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো নথি দিয়ে জব্দ হওয়া মোটরসাইকেল ছাড়াতে এসে এক যুবকের আটক হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির নাম রমজান আলী। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গত ২ অগাস্ট তার মোটরসাইকেলটি জব্দ করে ট্রাফিক মিরপুর বিভাগ। পরে সেটি মিরপুর বিভাগের ডাম্পিং ইয়ার্ডে রাখা হয়।
ডিএমপি বলছে,ওই ব্যক্তি পরে এআই দিয়ে বানানো ভুয়া ‘রেকার স্লিপ’ এবং ‘ডাম্পিং স্লিপ’ তৈরি করেন। সেসব কাগজ নিয়ে রোববার তিনি ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেলটি ছাড়াতে যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাম্পিং ইয়ার্ডে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট লক্ষ্য করেন, ওই ব্যক্তির নিয়ে আসা স্লিপে সংশ্লিষ্ট কর্মকর্তার সই ও সিল জাল করা হয়েছে। তখন রমজান আলীকে আটক করার পাশাপাশি জাল কাগজপত্র জব্দ করা হয়।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম