এইচএসসির আইসিটি বিষয়ে নম্বর কমল
- আপডেট সময় ০২:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১৩৮ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আইসিটি বিষয় ছাড়া চলতি বছর সব বিষয়ে পুর্নবিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা হবে। এবার আইসিটি পরীক্ষা নেওয়া হবে ৭৫ নম্বরে। এর মধ্যে ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে। লিখিত অংশে ৭৫ নম্বরের পরিবর্তে হবে ৫০ নম্বরের পরীক্ষা। আবার লিখিত ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বরের এমসিকিউ থাকবে। ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ২০টির উত্তর দিতে হবে।
এ ছাড়াও বড় প্রশ্নের ক্ষেত্রে ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। যার নম্বর হবে ৩০। অন্যবার যেখানে ৮টি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হতো। অর্থাৎ শিক্ষার্থীদের উত্তর করার ক্ষেত্রে অপশন বাড়ছে।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৪৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বলেন, নয়টি সাধারণ, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩০১ জন এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার ৭১৭ শিক্ষার্থী অংশ নেবে। গত বছরের তুলনায় এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে প্রতিষ্ঠান কমেছে ১২টি। অন্যদিকে কেন্দ্র বেড়েছে ৯টি।
এইচএসসিতে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।