অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে ছাত্রদলের প্রার্থীর চেয়ে সাড়ে চার গুণ বেশি ভোট পেয়েছেন শিবিরের প্রার্থী
একুশে হল কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে শিবিরের ভিপি-জিএস প্রার্থী

- আপডেট সময় ০২:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
ডাকসু নির্বাচনে কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হলের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ।
ওই কেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা যায় শিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৯০ ভোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের ৩৬ ভোট এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ১ ভোট।
জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৪৬৬ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ১৮০ ভোট।
এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১৮৭ ভোট, ছাত্র ইউনিয়ন নেতা মেঘ মাল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।
মঙ্গলবার দিনভরভোটগ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের ফল ঘোষণা শুরু হয়।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়।
শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালটে ভিপি ও জিএস, একটি ব্যালটে এজিএস, সম্পাদক পদগুলো দুটি ব্যালটে এবং একটি ব্যালটে সদস্য পদগুলোতে ভোট দেওয়ার সুযোগ ছিল।
ডাকসুতে ২৮টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়েছে।
প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে ধারণা দিয়েছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম