এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে: বাহাউদ্দিন নাছিম

- আপডেট সময় ১২:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১২৯ বার পড়া হয়েছে
স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শুক্রবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্যে করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তারা বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য আন্দোলন করে না। তারা ক্ষমতার মসনদে গিয়ে বাংলাদেশকে পাকিস্তানি তাবেদার রাষ্ট্র জন্য আন্দোলন করছে।
সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এর আগে দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হন।