১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

এটিএমে টাকা ঢুকানোর সময় জাল নোট পরীক্ষা করার নির্দেশ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / ১১৫ বার পড়া হয়েছে

আসন্ন রমজান ও ঈদ উপলক্ষ্যে জাল নোটের প্রচলন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় এটিএম মেশিনে টাকা ঢুকানোর সময় আবশ্যিকভাবে জাল নোট শনাক্তকারী মেশিন দ্বারা নোট পরীক্ষা করতে হবে। একই সঙ্গে শাখায় উচ্চ মূল্যমানের নোট গ্রহণ ও গ্রাহককে প্রদানকালে ওই মেশিন দ্বারা পরীক্ষা করে নিতে হবে।

এ বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, রোজা বা ঈদের সময় বিশেষ বা কোনো উৎসবে ব্যাপক পরিমাণে নগদ অর্থের লেনদেন বাড়ে। এ কারণে ওই সময়ে জাল নোটের প্রচলন বাড়ানোর অপচেষ্টা করে অসাধু একটি চক্র। জাল নোটের প্রচলন প্রতিরোধে এখন থেকেই সতর্ক থাকতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একসঙ্গে জাল নোটের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা শহরসহ অন্যান্য বিভাগীয় শহর বা অন্যান্য বড় শহরে যেখানে জনসমাগম বেশি হয় ওইসব স্থানে জাল নোটের প্রতিরোধের ভিডিও চিত্র প্রদর্শন করতে হবে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে একটি ভিডিও চিত্র নির্মাণ করে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। রমজান মাস শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন পাঠাতে হবে।

ছোট উদ্যোক্তাদের ফি মওকুফ : ছোট উদ্যোক্তাদের ব্যাংক হিসাব পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের ফি আদায় করা যাবে না। একই সঙ্গে এসব হিসাবে ন্যূনতম জমার কোনো বাধ্যবাধকতাও রাখা যাবে না। ছোট উদ্যোক্তাদের নীতি সহায়তা দেওয়ার অংশ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আর্থিক প্রতিষ্ঠান সাড়ে ৯-৪টা : আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ব্যাংকবহিভর্‚ত আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। তবে লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। রমজান শেষে অফিস চলবে আগের সময়সূচি অনুযায়ী। রোববার  বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

এটিএমে টাকা ঢুকানোর সময় জাল নোট পরীক্ষা করার নির্দেশ

আপডেট সময় ০৮:০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

আসন্ন রমজান ও ঈদ উপলক্ষ্যে জাল নোটের প্রচলন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় এটিএম মেশিনে টাকা ঢুকানোর সময় আবশ্যিকভাবে জাল নোট শনাক্তকারী মেশিন দ্বারা নোট পরীক্ষা করতে হবে। একই সঙ্গে শাখায় উচ্চ মূল্যমানের নোট গ্রহণ ও গ্রাহককে প্রদানকালে ওই মেশিন দ্বারা পরীক্ষা করে নিতে হবে।

এ বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, রোজা বা ঈদের সময় বিশেষ বা কোনো উৎসবে ব্যাপক পরিমাণে নগদ অর্থের লেনদেন বাড়ে। এ কারণে ওই সময়ে জাল নোটের প্রচলন বাড়ানোর অপচেষ্টা করে অসাধু একটি চক্র। জাল নোটের প্রচলন প্রতিরোধে এখন থেকেই সতর্ক থাকতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একসঙ্গে জাল নোটের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা শহরসহ অন্যান্য বিভাগীয় শহর বা অন্যান্য বড় শহরে যেখানে জনসমাগম বেশি হয় ওইসব স্থানে জাল নোটের প্রতিরোধের ভিডিও চিত্র প্রদর্শন করতে হবে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে একটি ভিডিও চিত্র নির্মাণ করে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। রমজান মাস শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন পাঠাতে হবে।

ছোট উদ্যোক্তাদের ফি মওকুফ : ছোট উদ্যোক্তাদের ব্যাংক হিসাব পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের ফি আদায় করা যাবে না। একই সঙ্গে এসব হিসাবে ন্যূনতম জমার কোনো বাধ্যবাধকতাও রাখা যাবে না। ছোট উদ্যোক্তাদের নীতি সহায়তা দেওয়ার অংশ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আর্থিক প্রতিষ্ঠান সাড়ে ৯-৪টা : আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ব্যাংকবহিভর্‚ত আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। তবে লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। রমজান শেষে অফিস চলবে আগের সময়সূচি অনুযায়ী। রোববার  বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।