এনভিডিয়া বলে, তাদের পণ্যে এমন কোনো ‘ব্যকডোর’ নেই যা দূর থেকে প্রবেশ বা নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে।
এনভিডিয়ার এইচ২০ চিপ ‘নিরাপদ নয়’, বলছে চীন

- আপডেট সময় ১২:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার তৈরি চিপ চীনের জন্য নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে বেইজিং এসব চিপে ‘ব্যাকডোর’ থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির সঙ্গে যুক্ত ইউইউয়ান তানতিয়ান নামের ওই অ্যাকাউন্ট রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে লিখেছে, এইচ২০ চিপগুলো প্রযুক্তিগতভাবে উন্নত নয় বা পরিবেশবান্ধবও নয়।
“আর, যখন কোনো চিপ পরিবেশবান্ধব নয়, উন্নত নয় এমনকি নিরাপদও নয় তখন ভোক্তা হিসেবে অবশ্যই আমাদের তা না কেনার সুযোগ রয়েছে।”
এনভিডিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, ২০২৩ সালের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র চিপের উপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করার পর চীনা বাজারের জন্য এনভিডিয়া এইচ২০ এআই চিপ তৈরি শুরু করে। ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়ার মধ্যে এগুলোর বিক্রি নিষিদ্ধ করার পর জুলাই মাসে ফের সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।
চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা গত ৩১ জুলাই বলেছিল, তারা এনভিডিয়াকে এক বৈঠকে জিজ্ঞাসা করেছিল এনভিডিয়ার এইচ২০ চিপে কোনো ‘ব্যাকডোর’ বা নিরাপত্তা ঝুঁকি আছে কি না যার মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়া সম্ভব।
উত্তরে এনভিডিয়া বলে, তাদের পণ্যে এমন কোনো ‘ব্যকডোর নেই যা দূর থেকে প্রবেশ বা নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে।
নিজেদের নিবন্ধে ইউইউয়ান তানতিয়ান দাবি করে, এনভিডিয়ার চিপগুলো হার্ডওয়্যার ‘ব্যাকডোর’ এর মাধ্যমে ‘দূর থেকে বন্ধ করে দেওয়া’ সহ নানা কাজ করতে সক্ষম।
ইউইউয়ান তানতিয়ানের এই মন্তব্য আসে আরেক রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলির এনভিডিয়াকে সমালোচনার পর।
চলতি মাসের শুরুতে এক মন্তব্যে পিপলস ডেইলি বলেছিল, এনভিডিয়াকে অবশ্যই ‘বিশ্বাসযোগ্য নিরাপত্তা প্রমাণ’ উপস্থাপন করতে হবে যাতে চীনা ব্যবহারকারীদের চিপগুলোর নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ দূর হয় এবং বাজারে আস্থা ফিরে আসে।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম