০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ১০২ বার পড়া হয়েছে

চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীরা ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ ১৮ হাজার ১৩ কোটি টাকার বেশি।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৩৫ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৪৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

এপ্রিলে সবচেয়ে বেশি ৪২ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর অগ্রণী ব্যাংকে ৯ কোটি ৮৩ লাখ, ব্র্যাক ব্যাংকে ৭ কোটি ৮১ লাখ, ডাচ–বাংলা ব্যাংকে ৭ কোটি ৬৭ লাখ এবং সোনালী ব্যাংক ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৫৬ কোটি ডলার এবং মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

আপডেট সময় ০৮:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীরা ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ ১৮ হাজার ১৩ কোটি টাকার বেশি।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৩৫ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৪৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

এপ্রিলে সবচেয়ে বেশি ৪২ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর অগ্রণী ব্যাংকে ৯ কোটি ৮৩ লাখ, ব্র্যাক ব্যাংকে ৭ কোটি ৮১ লাখ, ডাচ–বাংলা ব্যাংকে ৭ কোটি ৬৭ লাখ এবং সোনালী ব্যাংক ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৫৬ কোটি ডলার এবং মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার।