০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
“জামিল আহমেদের পদত্যাগ করার পর তো আর নতুন কোনো মহাপরিচালকও নিয়োগ দেওয়া হয়নি, সভাও ডাকা হয়নি,” বলেন তিনি।

এবার শিল্পকলার পরিষদ থেকে আলতাফ পারভেজের পদত্যাগ

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:৫৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

আলতাফ পারভেজ।

 

শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে এবার পদত্যাগ করেছেন লেখক-গবেষক আলতাফ পারভেজ।

সোমবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে লেখা পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত ব্যস্ততা এবং শারীরিকভাবে অসুস্থ’ থাকাকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।

আলতাফ পারভেজ বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমার মনে হয়েছে, জামিল আহমেদ পদত্যাগ করার পর এখনো নতুন মহাপরিচালক নিয়োগ না দেওয়ায় শিল্পকলার ভেতরকার ক্রিয়াশীলতা আসলে নষ্ট হয়ে গেছে।

“এখন এই পদ আঁকড়ে থাকাটা অনৈতিক। আমি তো জামিল আহমেদের কারণেই পরিষদে যুক্ত হয়েছিলাম।”

শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী পরিচালনা পরিষদই একাডেমির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা।

আইন অনুযায়ী পরিষদ প্রতি তিন মাসে একবার সভায় মিলিত হওয়া এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক নির্ধারণ হওয়ার কথা রয়েছে।

কিন্তু বিগত নয় মাসে পরিষদের সভা হয়েছে মাত্র একবার। মহাপরিচালক পদ থেকে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের মত ঘটনার পরও পরিষদের সভাপতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কোনো সভা আহ্বান করেননি।

চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে শিল্পকলার চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামানও পদত্যাগ করেছেন।

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। পরে ৯ সেপ্টেম্বর মহাপরিচালক পদে নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।

আলতাফ পারভেজ বলেন, “বিগত নয় মাসে এই পরিষদের সভা হয়েছে কেবল একটা। জামিল আহমেদের পদত্যাগ করার পর তো আর নতুন কোনো মহাপরিচালকও নিয়োগ দেওয়া হয়নি, সভাও ডাকা হয়নি। শুধু শুধু পদে থাকার তো কোনো মানে হয় না।”

এ বিষয়ে কথা বলতে শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেনকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মহাপরিচালকের দপ্তরের একজন কর্মকর্তা বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মহাপরিচালকের দপ্তরে চিঠিটি এসেছে। মঙ্গলবার সকালে শিল্পকলার ভারপ্রাপ্ত মহাপরিচালক দপ্তরে আসার পর চিঠির বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন।

গত অক্টোবরে পুনর্গঠিত পরিষদে আলতাফ পারভেজ ছাড়াও সদস্য মনোনীত হয়েছেন ছায়ানটের সঙ্গীত শিক্ষক লায়েকা বশীর, নৃত্যশিল্পী র‍্যাচেল অ্যাগনেস প্যারিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা।

এছাড়া ঢাকা বিভাগ থেকে মনোনীত হন আজাদ আবুল কালাম, চট্টগ্রাম বিভাগ থেকে জয়দেব রোয়াজা, রাজশাহী বিভাগ থেকে আসাদুজ্জামান দুলাল, খুলনা বিভাগ থেকে শিপন, বরিশাল বিভাগ থেকে দেবাশীস চক্রবর্তী, সিলেট বিভাগ থেকে শামসুল বাসিত শেরো, রংপুর বিভাগ থেকে ইফতেখারুল আলম রাজ এবং ময়মনসিংহ বিভাগ থেকে কমল কান্তিকে সদস্য মনোনীত করা হয়।

পদাধিকার অনুযায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নতুন পরিষদের সভাপতি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। জামিল আহমেদের পদত্যাগের পর শিল্পকলার সচিব ওয়েরেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষদে সহসভাপতি হিসেবে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব।

পদাধিকার অনুযায়ী পরিষদে সদস্য হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), অর্থ বিভাগের সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার)।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব/উপসচিব (অধিশাখা-৭) পদাধিকার অনুযায়ী সদস্য হিসেবে আছেন।

 

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“জামিল আহমেদের পদত্যাগ করার পর তো আর নতুন কোনো মহাপরিচালকও নিয়োগ দেওয়া হয়নি, সভাও ডাকা হয়নি,” বলেন তিনি।

এবার শিল্পকলার পরিষদ থেকে আলতাফ পারভেজের পদত্যাগ

আপডেট সময় ১২:৫৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে এবার পদত্যাগ করেছেন লেখক-গবেষক আলতাফ পারভেজ।

সোমবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে লেখা পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত ব্যস্ততা এবং শারীরিকভাবে অসুস্থ’ থাকাকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।

আলতাফ পারভেজ বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমার মনে হয়েছে, জামিল আহমেদ পদত্যাগ করার পর এখনো নতুন মহাপরিচালক নিয়োগ না দেওয়ায় শিল্পকলার ভেতরকার ক্রিয়াশীলতা আসলে নষ্ট হয়ে গেছে।

“এখন এই পদ আঁকড়ে থাকাটা অনৈতিক। আমি তো জামিল আহমেদের কারণেই পরিষদে যুক্ত হয়েছিলাম।”

শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী পরিচালনা পরিষদই একাডেমির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা।

আইন অনুযায়ী পরিষদ প্রতি তিন মাসে একবার সভায় মিলিত হওয়া এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক নির্ধারণ হওয়ার কথা রয়েছে।

কিন্তু বিগত নয় মাসে পরিষদের সভা হয়েছে মাত্র একবার। মহাপরিচালক পদ থেকে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের মত ঘটনার পরও পরিষদের সভাপতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কোনো সভা আহ্বান করেননি।

চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে শিল্পকলার চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামানও পদত্যাগ করেছেন।

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। পরে ৯ সেপ্টেম্বর মহাপরিচালক পদে নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।

আলতাফ পারভেজ বলেন, “বিগত নয় মাসে এই পরিষদের সভা হয়েছে কেবল একটা। জামিল আহমেদের পদত্যাগ করার পর তো আর নতুন কোনো মহাপরিচালকও নিয়োগ দেওয়া হয়নি, সভাও ডাকা হয়নি। শুধু শুধু পদে থাকার তো কোনো মানে হয় না।”

এ বিষয়ে কথা বলতে শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেনকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মহাপরিচালকের দপ্তরের একজন কর্মকর্তা বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মহাপরিচালকের দপ্তরে চিঠিটি এসেছে। মঙ্গলবার সকালে শিল্পকলার ভারপ্রাপ্ত মহাপরিচালক দপ্তরে আসার পর চিঠির বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন।

গত অক্টোবরে পুনর্গঠিত পরিষদে আলতাফ পারভেজ ছাড়াও সদস্য মনোনীত হয়েছেন ছায়ানটের সঙ্গীত শিক্ষক লায়েকা বশীর, নৃত্যশিল্পী র‍্যাচেল অ্যাগনেস প্যারিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা।

এছাড়া ঢাকা বিভাগ থেকে মনোনীত হন আজাদ আবুল কালাম, চট্টগ্রাম বিভাগ থেকে জয়দেব রোয়াজা, রাজশাহী বিভাগ থেকে আসাদুজ্জামান দুলাল, খুলনা বিভাগ থেকে শিপন, বরিশাল বিভাগ থেকে দেবাশীস চক্রবর্তী, সিলেট বিভাগ থেকে শামসুল বাসিত শেরো, রংপুর বিভাগ থেকে ইফতেখারুল আলম রাজ এবং ময়মনসিংহ বিভাগ থেকে কমল কান্তিকে সদস্য মনোনীত করা হয়।

পদাধিকার অনুযায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নতুন পরিষদের সভাপতি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। জামিল আহমেদের পদত্যাগের পর শিল্পকলার সচিব ওয়েরেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষদে সহসভাপতি হিসেবে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব।

পদাধিকার অনুযায়ী পরিষদে সদস্য হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), অর্থ বিভাগের সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার)।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব/উপসচিব (অধিশাখা-৭) পদাধিকার অনুযায়ী সদস্য হিসেবে আছেন।

 

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম