০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
“আমি মনে করি এ বছরের শেষের দিকেই এটি নতুন প্রযুক্তি আনতে পারবে। যদি পরের বছরও না পারে তাহলে হতাশ হব।”

এবার শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

এটি শিশুদের সঙ্গে নিরাপদ ও শিক্ষামূলক আলোচনা করবে। ছবি: রয়টার্স

 

এআই চ্যাটবট গ্রকের শিশুবান্ধব সংস্করণ ‘বেবি গ্রক’ আনার ঘোষণা করেছেন স্পেসএক্স ও টেসলা প্রধান ইলন মাস্ক।

ডিওজিই’র সাবেক প্রধান মাস্ক সামাজিক মাধ্যম এক্স-এ এক ঘোষণায় লেখেন, “আমরা এক্সএআই এ ‘বেবি গ্রক’ তৈরি করতে যাচ্ছি, এটি শিশুবান্ধব কনটেন্ট তৈরির একটি অ্যাপ।”

ধারণা করা হচ্ছে, এটি গ্রক এআই চ্যাটবটের একটি সহজ সংস্করণ যা শিশুদের সঙ্গে নিরাপদ ও শিক্ষামূলক আলোচনা করবে।

এক্সএআইয়ের গ্রক ৪ চালু করার পরপরই ‘বেবি গ্রকের’ ঘোষণা এল। গ্রক ৪ নিয়ে মাস্ক এক লাইভস্ট্রিমে বলেন, ‘এতে উন্নত প্রশিক্ষণ সক্ষমতা আছে।’

“আমি মনে করি এ বছরের শেষের দিকেই এটি নতুন প্রযুক্তি আনতে পারবে। যদি পরের বছরও না পারে তাহলে হতাশ হব। তাই আশা করব গ্রক আক্ষরিক অর্থেই এমন নতুন প্রযুক্তি তৈরি করবে যা আগামী বছরের মধ্যে বা এ বছরের শেষ দিক থেকে কার্যকর হবে”, লাইভস্ট্রিমে বলেন মাস্ক।

এক্স-এ একাধিক ‘ইহুদী বিরোধী মন্তব্য’ করে বটটি সমালোচনার মুখে পরার কিছু সময় পরই এ আপডেটের ঘোষণাটি এল বলে প্রতিবেদনে লিখেছে ফক্স বিজনেস।

এ ছাড়া, গ্রকের আগের একটি ইউজার মোড ‘অ্যানি’-কে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। এতে ছিল ‘ফ্লার্টিশাস ডায়লগ’ ও ইঙ্গিতপূর্ণ অবতার, যা কিছু ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি করে। এমনকি ‘কিডস মোড’ চালু থাকা অবস্থায়ও শিশুরা এই বটের সঙ্গে এমন কথোপকথনে জড়িয়ে পরতে পারে।

 

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“আমি মনে করি এ বছরের শেষের দিকেই এটি নতুন প্রযুক্তি আনতে পারবে। যদি পরের বছরও না পারে তাহলে হতাশ হব।”

এবার শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক

আপডেট সময় ০৫:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

 

এআই চ্যাটবট গ্রকের শিশুবান্ধব সংস্করণ ‘বেবি গ্রক’ আনার ঘোষণা করেছেন স্পেসএক্স ও টেসলা প্রধান ইলন মাস্ক।

ডিওজিই’র সাবেক প্রধান মাস্ক সামাজিক মাধ্যম এক্স-এ এক ঘোষণায় লেখেন, “আমরা এক্সএআই এ ‘বেবি গ্রক’ তৈরি করতে যাচ্ছি, এটি শিশুবান্ধব কনটেন্ট তৈরির একটি অ্যাপ।”

ধারণা করা হচ্ছে, এটি গ্রক এআই চ্যাটবটের একটি সহজ সংস্করণ যা শিশুদের সঙ্গে নিরাপদ ও শিক্ষামূলক আলোচনা করবে।

এক্সএআইয়ের গ্রক ৪ চালু করার পরপরই ‘বেবি গ্রকের’ ঘোষণা এল। গ্রক ৪ নিয়ে মাস্ক এক লাইভস্ট্রিমে বলেন, ‘এতে উন্নত প্রশিক্ষণ সক্ষমতা আছে।’

“আমি মনে করি এ বছরের শেষের দিকেই এটি নতুন প্রযুক্তি আনতে পারবে। যদি পরের বছরও না পারে তাহলে হতাশ হব। তাই আশা করব গ্রক আক্ষরিক অর্থেই এমন নতুন প্রযুক্তি তৈরি করবে যা আগামী বছরের মধ্যে বা এ বছরের শেষ দিক থেকে কার্যকর হবে”, লাইভস্ট্রিমে বলেন মাস্ক।

এক্স-এ একাধিক ‘ইহুদী বিরোধী মন্তব্য’ করে বটটি সমালোচনার মুখে পরার কিছু সময় পরই এ আপডেটের ঘোষণাটি এল বলে প্রতিবেদনে লিখেছে ফক্স বিজনেস।

এ ছাড়া, গ্রকের আগের একটি ইউজার মোড ‘অ্যানি’-কে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। এতে ছিল ‘ফ্লার্টিশাস ডায়লগ’ ও ইঙ্গিতপূর্ণ অবতার, যা কিছু ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি করে। এমনকি ‘কিডস মোড’ চালু থাকা অবস্থায়ও শিশুরা এই বটের সঙ্গে এমন কথোপকথনে জড়িয়ে পরতে পারে।

 

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম