নতুন মৌসুমে রেয়াল মাদ্রিদে গৌরবের ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর আনুষ্ঠানিক বার্তা দিলেন কিলিয়ান এমবাপে।
এমবাপের গায়ে রেয়াল মাদ্রিদের ১০

- আপডেট সময় ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
আঙুল আকাশের দিকে উঁচিয়ে উল্টো মুখের একটি ছবি। গায়ে গর্বের শ্বেতশুভ্র জার্সি। পেছনে খোদাই করা, ‘এমবাপে ১০।’ পাশেই আরেকটি ছবি, লকার রুমে হ্যাঙারে ঝুলিয়ে রাখা সেই জার্সি। যথারীতি সেখানেও জ্বলজ্বল করছে লেখা ‘এমবাপে ১০।’ সামাজিক মাধ্যমে এই দুটি ছবি দিয়েই কিলিয়ান এমবাপে নিশ্চিত করলেন, রেয়াল মাদ্রিদের গৌরবের ১০ নম্বর জার্সি এখন তার।
এতদিন এই জার্সির ঝান্ডা বয়ে নিয়েছেন লুকা মদ্রিচ। রেয়াল মাদ্রিদের ইতিহাসের সফলতম ফুটবলারের বিদায় নিশ্চিত হওয়ার পর একরকম অনুমিতই ছিল, নতুন মৌসুমে তার উত্তরসূরী হবেন এমবাপে। সেটিই এবার নিশ্চিত হলো।
গত ২৪ জুলাই অবশ্য এক দফা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এমবাপে। তবে সামাজিক মাধ্যমে শুধু লিখেছিলেন ‘১০।’ তাতে আভাসটা মিলেছিল, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার।
ক্লাব ফুটবল ক্যারিয়ারে সাত বছর পর আবার ১০ নম্বর জার্সি গায়ে চাপাবেন এমবাপে। সবশেষ এই জার্সি গায়ে খেলেছিলেন তিনি প্রথম ক্লাব মোনাকোর হয়ে। সেখান থেকে ২০১৮ সালে পিএসজিতে পাড়ি জমানোর পর ক্লাবটিতে বিভিন্ন সময়ে ১৪, ১৭ ও ২৯ নম্বর হয়ে থিতু হয়েছিলেন ‘৭’ নম্বর জার্সিতে, যা তার আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদোর আইকনিক জার্সি সম্বর। সেই জার্সি গায়েই তিনি হয়ে ওঠেন পিএসজির সফলতম গোলস্কোরার।
তবে রেয়াল মাদ্রিদে ৭ নম্বর জার্সি ভিনিসিউসের, ১০ নম্বর ছিল মদ্রিচের। প্রথম মৌসুমে তাই ৯ নম্বর জার্সি গায়ে খেলেছেন এমবাপে। এই জার্সির ওজনও কম নয়। প্রথম মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে গোলের রেকর্ড গড়েছেন তিনি, ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন। স্বপ্নের ক্লাবে দ্বিতীয় মৌসুমে পছন্দের জার্সিও পেয়ে যাচ্ছেন।
ফ্রান্স জাতীয় দলে অবশ্য অনেক দিন ধরেই ১০ নম্বর জার্সির ভার বয়ে চলেছেন তিনি সাফল্যে নিজেকে রাঙিয়ে। ২০১৮ বিশ্বকাপ জিতেছেন এই জার্সি গায়ে, রানার্স আপ হয়েছে ২০২২ বিশ্বকাপে। এবার ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সিতে বড় সাফল্যের অভিযান শুরু করবেন তিনি।
যুগে যুগে অনেক গ্রেট ফুটবলারই রেয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সির শোভা বাড়িয়েছেন। ক্লাবের সর্বকালের সেরাদের একজন ফেরেন্স পুসকাস থেকে শুরু করে ক্ল্যারেন্স সিডর্ফ, লুই ফিগো, রবিনিয়ো, মেসুত ওজিল, হামেস রদ্রিগেস হয়ে মদ্রিচ এই জার্সিতে হয়ে উঠেছেন উজ্জ্বল।
সবশেষ যে ফরাসি ফুটবলার রেয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি পেয়েছিলেন তিনি অবশ্য খুব বিখ্যাত কেউ নন বা ততটা উজ্জ্বল হতে পারেননি। বরং তিনি এই জার্সি পাওয়ার পর প্রশ্নও উঠেছিল বেশ। সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার লাসানা জিয়াহা এই জার্সি পরেছিলেন ২০০৯ থেকে ২০১১ এর মধ্যে। রেয়ালে তো বটেই, আর্সেনাল, চেলসি, পিএসজির মতো ক্লাবে খেললেও খুব ভালো করতে পারেননি তিনি কোথাও।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম