০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
দ্বিতীয়ার্ধে সফল স্পট কিকে ব‍্যবধানে গড়ে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

এমবাপের গোলে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৯:২৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

মৌসুমে নিজেদের প্রথম গোল উদযাপন করছেন রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ এলো, সেটা কাজে লাগালেন কিলিয়ান এমবাপে। সফল স্পট কিকে রেয়াল মাদ্রিদকে এগিয়ে নিলেন ফরাসি ফরোয়ার্ড। ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল শাবি আলোন্সোর দল।

সান্তিয়াগো বের্নবেউয়ে মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে রেয়াল।

স্কোর লাইন যেমন বলছে, ম‍্যাচে তেমন লড়াই হয়নি। শুরু থেকেই চালকের আসনে ছিল রেয়াল। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা- সব সূচকেই অনেক এগিয়ে ছিল আলোন্সোর দল।

৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৮টি শট নেয় রেয়াল, এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। ওসাসুনার দুটি চেষ্টার একটিও লক্ষ‍্যে ছিল না।

ঘরের মাঠে অনুমিতভাবে আক্রমণাত্মক শুরু করে রেয়াল। তাদের চ‍্যালেঞ্জ না জানিয়ে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে ওসাসুনা। ডি বক্সের ঠিক বাইরে ছিল ৬ জনের ডিফেন্স লাইন, এর সামনে ছিল ৪ জন। আক্রমণের তেমন কোনো আগ্রহই ছিল না সফরকারীদের।

রক্ষণ নিয়ে তেমন কোনো ভাবনা না থাকায় সহজেই ওসাসুনাকে চেপে ধরে রেয়াল। একের পর এক আক্রমণ করে গেলেও এক অর্ধে ২১ জন খেলোয়াড়ের উপস্থিতিতে খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিল না ইউরোপের সফলতম দলটি।

সময় নষ্ট করার জন‍্য সপ্তম মিনিটে ওসাসুনা গোলরক্ষক সের্হিও এররেরাকে সতর্ক করে দেন রেফারি। এর একটু আগে গোলের জন‍্য শট নিয়ে লক্ষ‍্যের ধারে কাছে রাখতে পারেননি রেয়াল ডিফেন্ডার আলভারো কারেরাস।

কুলিং ব্রেকের আগে প্রথম ৩০ মিনিটে আরও তিনটি শট নেয় রেয়াল। এর দুটি ছিল লক্ষ‍্যে, তবে সেগুলো এররেরাকে পরাস্ত করতে পারেনি।

১৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডিফেন্ডার ডিন হাউসেনের গতিময় শট ঝাঁপিয়ে পড়ে কোনোমতে ফেরান এরেররা। সাত মিনিট পর ভিনিসিউস জুনিয়রের কাটব‍্যাক থেকে এমবাপের দুর্বল শট অনায়াসে গ্লাভসে নেন তিনি।

২৬তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান এররেরা।

৪১তম মিনিটে খেলা ধারার বিপরীতে সুযোগ পেয়ে যান আন্তে বুদেমির। তবে ডি বক্স থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি ওসাসুনার ক্রোয়াট ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। ফরাসি ফরোয়ার্ডকেই হুয়ান ক্রুস ফাউল করায় পেনাল্টি পায় রেয়াল।

গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবার নিজের প্রথম ম‍্যাচেই পেলেন জালের দেখা। দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৭ ম‍্যাচে গোল করল রেয়াল।

৬৩তম মিনিটে একটুর জন‍্য গতিময় শট লক্ষ‍্যে রাখতে পারেননি আর্দা গিলের। এর পাঁচ মিনিট পর জোড়া পরিবর্তন আনেন আলোন্সো। মাঠে নামেন দানি কার্ভাহাল, অভিষেক হয় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর।

৮৪তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ একটুর জন‍্য কাজে লাগাতে পারেননি বুদেমির। তার হেড গন্সালো গার্সিয়ার মাথা ছুঁয়ে ক্রসবারের উপর দিয়ে চলে যায়। অবশ‍্য কর্নার দেননি রেফারি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার আবেল ব্রেতোনেস। বাকি সময় বল দখলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রেয়াল।

 

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয়ার্ধে সফল স্পট কিকে ব‍্যবধানে গড়ে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

এমবাপের গোলে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের

আপডেট সময় ০৯:২৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ এলো, সেটা কাজে লাগালেন কিলিয়ান এমবাপে। সফল স্পট কিকে রেয়াল মাদ্রিদকে এগিয়ে নিলেন ফরাসি ফরোয়ার্ড। ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল শাবি আলোন্সোর দল।

সান্তিয়াগো বের্নবেউয়ে মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে রেয়াল।

স্কোর লাইন যেমন বলছে, ম‍্যাচে তেমন লড়াই হয়নি। শুরু থেকেই চালকের আসনে ছিল রেয়াল। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা- সব সূচকেই অনেক এগিয়ে ছিল আলোন্সোর দল।

৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৮টি শট নেয় রেয়াল, এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। ওসাসুনার দুটি চেষ্টার একটিও লক্ষ‍্যে ছিল না।

ঘরের মাঠে অনুমিতভাবে আক্রমণাত্মক শুরু করে রেয়াল। তাদের চ‍্যালেঞ্জ না জানিয়ে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে ওসাসুনা। ডি বক্সের ঠিক বাইরে ছিল ৬ জনের ডিফেন্স লাইন, এর সামনে ছিল ৪ জন। আক্রমণের তেমন কোনো আগ্রহই ছিল না সফরকারীদের।

রক্ষণ নিয়ে তেমন কোনো ভাবনা না থাকায় সহজেই ওসাসুনাকে চেপে ধরে রেয়াল। একের পর এক আক্রমণ করে গেলেও এক অর্ধে ২১ জন খেলোয়াড়ের উপস্থিতিতে খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিল না ইউরোপের সফলতম দলটি।

সময় নষ্ট করার জন‍্য সপ্তম মিনিটে ওসাসুনা গোলরক্ষক সের্হিও এররেরাকে সতর্ক করে দেন রেফারি। এর একটু আগে গোলের জন‍্য শট নিয়ে লক্ষ‍্যের ধারে কাছে রাখতে পারেননি রেয়াল ডিফেন্ডার আলভারো কারেরাস।

কুলিং ব্রেকের আগে প্রথম ৩০ মিনিটে আরও তিনটি শট নেয় রেয়াল। এর দুটি ছিল লক্ষ‍্যে, তবে সেগুলো এররেরাকে পরাস্ত করতে পারেনি।

১৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডিফেন্ডার ডিন হাউসেনের গতিময় শট ঝাঁপিয়ে পড়ে কোনোমতে ফেরান এরেররা। সাত মিনিট পর ভিনিসিউস জুনিয়রের কাটব‍্যাক থেকে এমবাপের দুর্বল শট অনায়াসে গ্লাভসে নেন তিনি।

২৬তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান এররেরা।

৪১তম মিনিটে খেলা ধারার বিপরীতে সুযোগ পেয়ে যান আন্তে বুদেমির। তবে ডি বক্স থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি ওসাসুনার ক্রোয়াট ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। ফরাসি ফরোয়ার্ডকেই হুয়ান ক্রুস ফাউল করায় পেনাল্টি পায় রেয়াল।

গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবার নিজের প্রথম ম‍্যাচেই পেলেন জালের দেখা। দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৭ ম‍্যাচে গোল করল রেয়াল।

৬৩তম মিনিটে একটুর জন‍্য গতিময় শট লক্ষ‍্যে রাখতে পারেননি আর্দা গিলের। এর পাঁচ মিনিট পর জোড়া পরিবর্তন আনেন আলোন্সো। মাঠে নামেন দানি কার্ভাহাল, অভিষেক হয় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর।

৮৪তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ একটুর জন‍্য কাজে লাগাতে পারেননি বুদেমির। তার হেড গন্সালো গার্সিয়ার মাথা ছুঁয়ে ক্রসবারের উপর দিয়ে চলে যায়। অবশ‍্য কর্নার দেননি রেফারি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার আবেল ব্রেতোনেস। বাকি সময় বল দখলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রেয়াল।

 

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম