সংঘর্ষের ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়। এদিন শিক্ষার্থীরা ক্লাসেও যোগ দেননি।
এলাকাবাসী-শিক্ষার্থী সংঘর্ষ: চবিতে সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধ

- আপডেট সময় ১১:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, “সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রোবরবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।
দুই দিনের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী রাত ১১টার দিকে বাসায় ফেরেন। ভবনের গেইট বন্ধ থাকায় তিনি প্রহরীকে ডাকাডাকি করেন। এসময় প্রহরী এসে ওই ছাত্রীর সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে ওই ছাত্রীকে তিনি গালাগাল করেন এবং চড় মারেন।
ওই ছাত্রী তখন সহপাঠীদের খবর দিলে তারা সেখানে যান এবং গ্রামবাসীও ভবনের নিরাপত্তারক্ষীর পক্ষ নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা নিয়ে পরস্পরকে ধাওয়া করে।
এ ঘটনার জেরে রোববার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। শিক্ষার্থীরাও ক্লাসে যোগ দেননি।