এসআই মাসুদুরের বরখাস্তের আদেশ চেম্বার আদালতে স্থগিত
- আপডেট সময় ০৫:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১১৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন চেম্বার আদালত।বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
একইসঙ্গে রুবেল হত্যা মামলা পুনরায় তদন্তে পিবিআই প্রধানকে দেওয়া নির্দেশ বহাল রেখেছেন আদালত। ফলে তদন্ত কাজ চলতে কোনো বাধা নেই। এর আগে, গত ৩ এপ্রিল রুবেল হত্যা মামলায় লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র দেওয়া পর্যন্ত যাবতীয় কাজ অবিশ্বাস্যভাবে মাত্রা ৪২ ঘণ্টার মধ্যে শেষ করায় মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে মানিকগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
ওই দিন পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে আদালত বলেন, আপনি কীভাবে মাত্র ৪২ ঘণ্টায় হত্যা মামলা তদন্ত শেষ করলেন? এ সময়ের মধ্যে কখন সাক্ষী নিলেন, কখন ঘুমালেন, কখন খাওয়া-দাওয়া করলেন তা আমাদের দেখান। উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর দিনগত রাতে মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের একটি হ্যাচারিতে খুন হন মো. রুবেল (২২)। পরদিন তার স্ত্রী বাদী হয়ে সোহেল নামের একজনকে আসামি করে হত্যা মামলা করেন। তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।