আগুনের সতর্ক সংকেতের কারণে সংলাপ বন্ধ থাকে আধা ঘণ্টা।
ঐকমত্যর বৈঠক: প্রথমে বিএনপির ‘ওয়াকআউট’, পরে ফায়ার অ্যালার্ম

- আপডেট সময় ০২:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনের সোমবারের আলোচনায় বিএনপির ওয়াকআউটের ঘটনা ঘটেছে। পরে দলটি আবার আলোচনায় ফেরে। এর পরপরই ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আধা ঘণ্টার জন্য সংলাপ বন্ধ রাখা হয়।
এদিনের আলোচ্যসূচিতে রয়েছে- সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান।
বেলা সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার জন্য এসব বিষয় উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আলোচনায় অংশ নেবেন না।
পরে আলী রীয়াজ বলেন, “বিএনপির পক্ষে বলা হয়েছে, তারা আলোচনায় অনুপস্থিত থাকবে। একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ না নিলে আলোচনা করা যাবে কি না- তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারি না।”
তখন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্য পৌঁছানো সম্ভব না। আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব না।”
পরে সঞ্চালক মনির হায়দার বলেন, “এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়েও ঐকমত্য হয়েছিল।”
বাইরে এসে সালাহউদ্দিন আহমদ বলেন, “দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমরা ওয়াকআউট করেছি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান আলোচনায় আমরা অংশ নেব না বলেছি।”
পরে ১২টার দিকে আলোচনায় আবার যোগ দেওয়ার সময় তিনি বলেন, “এইসব ইস্যুতে আমরা আলোচনায় অংশ নেব না- সেটা বলেছি। কিন্তু আলোচনায় আবার যোগ দিয়ে আমরা বিস্তারিত তুলে ধরব।”
সংলাপ আধা ঘণ্টা বন্ধ
এদিন হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আধা ঘণ্টার জন্য সংলাপ স্থগিতের ঘটনা ঘটে।
বেলা ১২টা ২০ মিনিটের দিকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, “এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদেরকে কিছু সময়ের জন্য বের হতে হবে।”
এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।
ফরেন সার্ভিস একাডেমির শাপলা হলের একজন কর্মচারী বলেন, “মনে হচ্ছে মূল ভবনের তিন তলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে।”
তখন সংলাপে অংশগ্রহণকারীরা মূল ভবন ছেড়ে বাইরে বের হন। ১২টা ২৫ মিনিটের দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে যায়। আগুনের কারণ খুঁজতে কর্মকর্তা-কর্মচারীরা ছোটাছুটি শুরু করেন।
তখন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার অ্যালার্ম বাজার পর আমরা সবাই নিচে নেমে পড়ি, এখন কী হয় দেখা যাক।”
পরে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঐকমত্য কমিশনের আলোচনা ফের শুরু হয়।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম