'অন্তরাত্মা' সিনেমাটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করেনি আইস্ক্রিন।
ওটিটিতে আসছে শাকিব খানের ‘অন্তরাত্মা’

- আপডেট সময় ০১:৫৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘অন্তরাত্মা’ আসছে ওটিটিতে।
আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি। এই ওটিটি প্ল্যাটফর্মটি বলছে, চলতি মাসে চারটি সিনেমা নিয়ে মহোৎসব করতে যাচ্ছে তারা। সেগুলোর মধ্যে ‘অন্তরাত্মা’ ছাড়াও আছে ‘নকশিকাঁথার জমিন’, ‘নয়া নোট’, ও ‘৮৪০’।
তবে ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করেনি প্ল্যাটফর্মটি।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। এই সিনেমায় শাকিবের চরিত্রের নাম প্রথম; রূপকথার চরিত্রে অভিনয় করেছেন দর্শনা।
সিনেমার চিত্রনাট্যে দেখা গেছে, প্রথমের ছেলেবেলাতেই তার মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে। বড় হয়ে প্রথম হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কিছুরই অভাব না থাকলেও তার জীবন একার। এক সময়ে প্রথমের দেখা হয় রূপকথার। তার প্রেমে পড়ে সে।
পরিবারের বাঁধা বিপত্তি কাটিয়ে রূপকথাকে বিয়ে করে প্রথম। কিন্তু তাদের সুন্দর জীবনে প্রথমের বন্ধু জাকের এসে অশান্তি তৈরি করে। সন্দেহ, অবিশ্বাসে ভেঙে যায় প্রথম ও রূপকথার সম্পর্ক। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

চার বছর আগে ২০২১ সালে শুটিং হয়েছিল ‘অন্তরাত্মা’ সিনেমার। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা ছিল। পরবর্তী সময়ে মুক্তি আটকে যায়। তবে চলতি বছরের রোজার ঈদের দুইদিন আগেই হঠাৎ করে মুক্তির ঘোষণা দেওয়া হয় সিনেমাটির।
গত ৩১ মার্চ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অন্তরাত্মা’। তবে দুইদিন চালিয়ে সিনেমাটি নামিয়ে ফেলা মাল্টিপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও তেমন দর্শক টানতে পারেনি ‘অন্তরাত্মা’।
পারিবারিক গল্পের এই সিনেমার প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং হয়েছিল।
‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম