০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
বড় জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল সালমান আলি আগার দল।

ওমানকে উড়িয়ে পাকিস্তানের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

 

বোলিং বেশ ভালোই করল ওমান। শেষ ১০ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা রাখল নাগালে। কিন্তু ব্যাটিংয়ে দাঁড়াতেই পারল না তারা। মোহাম্মদ হারিসের ফিফটির পর বোলারদের নৈপুণ্যে অনায়াস জয়ে শুভসূচনা করল পাকিস্তান।

এশিয়া কাপের নবাগত দল ওমানের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের জয় ৯৩ রানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ১০ ওভারে ১ উইকেটে ৮৫ রানের শক্ত অবস্থানে থেকে ১৬০ রানে থামে পাকিস্তান। জবাবে ওমান গুটিয়ে যায় ৬৭ রানে।

পাকিস্তানের জয়ের নায়ক হারিস। তিন নম্বরে নেমে ৭ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান এই কিপার-ব্যাটসম্যান।

যে কোনো সংস্করণে এই দুই দলের প্রথম সাক্ষাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। ম্যাচের দ্বিতীয় বলে বিদায় নেন সাইম আইয়ুব। পরের ওভারে আরেকটি উইকেট পেতে পারত ওমান। কিন্তু পয়েন্টে সাহিবজাদা ফারহানের সহজ ক্যাচ ফেলেন ফিল্ডার আমির কালিম।

প্রথম পাঁচ ওভারে কেবল দুটি বাউন্ডারি মারতে পারে পাকিস্তান, রান করতে পারে ৩১।

পাওয়ার প্লের শেষ ওভারে সাহিবজাদার একটি চার ও হারিসের একটি করে চার ও ছক্কায় আসে ১৬ রান। জমে ওঠে এই দুজনের জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে হারিস ফিফটি করেন ৩২ বলে।

১০ ওভারে ১ উইকেটে ৮৫ রানের শক্ত ভিতের পর আবার ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তান। একাদশ ওভারে সাহিবজাদাকে (২৯ বলে ২৯) ফিরিয়ে ৬৪ বলে ৮৫ রানের জুটি ভাঙেন কালিম। নিজের পরের ওভারে পরপর দুই বলে হারিস ও সালমান আলি আগাকেও ফিরিয়ে দেন তিনি।

হাসান নাওয়াজ ৯ রান করতে খেলেন ১৫ বল। ফাখার জামান (১৬ বলে ২৩*) ও মোহাম্মদ নাওয়াজের (১০ বলে ১৯) ক্যামিও ইনিংসে ১৬০ পর্যন্ত যেতে পারে পাকিস্তান।

ওমানের হয়ে কালিম ও শাহ ফয়সাল নেন ৩টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ওমান। তাই কোনো সম্ভাবনা জাগাতে পারেনি তারা কখনোই।

ওমানের প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল হাম্মাদ মির্জা (২৩ বলে ২৭) ও কালিম (১২ বলে ১৩)।

পাকিস্তানের হয়ে ছয় জন হাত ঘুরিয়ে উইকেটের দেখা পান সবাই। সাইম, ফাহিম ও সুফিয়ান মুকিম নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।

নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তান খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ওমান।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

বড় জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল সালমান আলি আগার দল।

ওমানকে উড়িয়ে পাকিস্তানের শুভসূচনা

আপডেট সময় ০১:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

 

বোলিং বেশ ভালোই করল ওমান। শেষ ১০ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা রাখল নাগালে। কিন্তু ব্যাটিংয়ে দাঁড়াতেই পারল না তারা। মোহাম্মদ হারিসের ফিফটির পর বোলারদের নৈপুণ্যে অনায়াস জয়ে শুভসূচনা করল পাকিস্তান।

এশিয়া কাপের নবাগত দল ওমানের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের জয় ৯৩ রানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ১০ ওভারে ১ উইকেটে ৮৫ রানের শক্ত অবস্থানে থেকে ১৬০ রানে থামে পাকিস্তান। জবাবে ওমান গুটিয়ে যায় ৬৭ রানে।

পাকিস্তানের জয়ের নায়ক হারিস। তিন নম্বরে নেমে ৭ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান এই কিপার-ব্যাটসম্যান।

যে কোনো সংস্করণে এই দুই দলের প্রথম সাক্ষাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। ম্যাচের দ্বিতীয় বলে বিদায় নেন সাইম আইয়ুব। পরের ওভারে আরেকটি উইকেট পেতে পারত ওমান। কিন্তু পয়েন্টে সাহিবজাদা ফারহানের সহজ ক্যাচ ফেলেন ফিল্ডার আমির কালিম।

প্রথম পাঁচ ওভারে কেবল দুটি বাউন্ডারি মারতে পারে পাকিস্তান, রান করতে পারে ৩১।

পাওয়ার প্লের শেষ ওভারে সাহিবজাদার একটি চার ও হারিসের একটি করে চার ও ছক্কায় আসে ১৬ রান। জমে ওঠে এই দুজনের জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে হারিস ফিফটি করেন ৩২ বলে।

১০ ওভারে ১ উইকেটে ৮৫ রানের শক্ত ভিতের পর আবার ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তান। একাদশ ওভারে সাহিবজাদাকে (২৯ বলে ২৯) ফিরিয়ে ৬৪ বলে ৮৫ রানের জুটি ভাঙেন কালিম। নিজের পরের ওভারে পরপর দুই বলে হারিস ও সালমান আলি আগাকেও ফিরিয়ে দেন তিনি।

হাসান নাওয়াজ ৯ রান করতে খেলেন ১৫ বল। ফাখার জামান (১৬ বলে ২৩*) ও মোহাম্মদ নাওয়াজের (১০ বলে ১৯) ক্যামিও ইনিংসে ১৬০ পর্যন্ত যেতে পারে পাকিস্তান।

ওমানের হয়ে কালিম ও শাহ ফয়সাল নেন ৩টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ওমান। তাই কোনো সম্ভাবনা জাগাতে পারেনি তারা কখনোই।

ওমানের প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল হাম্মাদ মির্জা (২৩ বলে ২৭) ও কালিম (১২ বলে ১৩)।

পাকিস্তানের হয়ে ছয় জন হাত ঘুরিয়ে উইকেটের দেখা পান সবাই। সাইম, ফাহিম ও সুফিয়ান মুকিম নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।

নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তান খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ওমান।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম