১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাথু ফোর্ডের জায়গায় ইয়োহান লেইনকে দলে নিয়েছে ক্যারিবিয়ানরা।

ওয়ানডেতে দ্রুততম ফিফটি করা ক্রিকেটারকে হারাল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৩:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে

ম্যাথু ফোর্ড। ছবি: আইসিসি।

 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের থাবায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। তার বদলি হিসেবে ইয়োহান লেইনকে দলে যোগ করেছে ক্যারিবিয়ানরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে শুক্রবার। এদিনই ফোর্ডকে হারানোর কথা জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। গত বুধবার অনুশীলন সেশনে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান তিনি। সেটাই তার জন্য কাল হলো।

২৩ বছর বয়সী ফোর্ড মূলত পেসার। এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে নিয়েছেন ১৭ উইকেট। তবে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা পালন করতে পারেন তিনি। ওয়ানডেতে তার একটি ফিফটি আছে, সেটিও রেকর্ড গড়া।

আয়ারল্যান্ডের বিপক্ষে গত মে মাসে ব্যাট হাতে ঝড় তোলেন ফোর্ড। ৮ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে ১৬ বলে ফিফটি করেন তিনি। ওয়ানডেতে যা যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড। ২০১৫ সালে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পথে ১৬ বলে ফিফটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

ফোর্ডের জায়গায় দলে আসা ২১ বছর বয়সী লেইন এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। ওয়েস্ট ইন্ডিজের একাডেমিতে বেড়ে ওঠা এই পেস বোলিং অলরাউন্ডার ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৩টি, রান করেছেন ১২৪।

লেইনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে পেসার আছেন আর জেডেন সিলস, শামার জোসেফ, রোমারিও শেফার্ড ও জেডাইয়া ব্লেডস। রোস্টন চেইস ও গুডাকেশ মোটি সামলাবেন স্পিন বিভাগের দায়িত্ব।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাথু ফোর্ডের জায়গায় ইয়োহান লেইনকে দলে নিয়েছে ক্যারিবিয়ানরা।

ওয়ানডেতে দ্রুততম ফিফটি করা ক্রিকেটারকে হারাল উইন্ডিজ

আপডেট সময় ০৩:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের থাবায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। তার বদলি হিসেবে ইয়োহান লেইনকে দলে যোগ করেছে ক্যারিবিয়ানরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে শুক্রবার। এদিনই ফোর্ডকে হারানোর কথা জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। গত বুধবার অনুশীলন সেশনে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান তিনি। সেটাই তার জন্য কাল হলো।

২৩ বছর বয়সী ফোর্ড মূলত পেসার। এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে নিয়েছেন ১৭ উইকেট। তবে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা পালন করতে পারেন তিনি। ওয়ানডেতে তার একটি ফিফটি আছে, সেটিও রেকর্ড গড়া।

আয়ারল্যান্ডের বিপক্ষে গত মে মাসে ব্যাট হাতে ঝড় তোলেন ফোর্ড। ৮ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে ১৬ বলে ফিফটি করেন তিনি। ওয়ানডেতে যা যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড। ২০১৫ সালে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পথে ১৬ বলে ফিফটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

ফোর্ডের জায়গায় দলে আসা ২১ বছর বয়সী লেইন এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। ওয়েস্ট ইন্ডিজের একাডেমিতে বেড়ে ওঠা এই পেস বোলিং অলরাউন্ডার ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৩টি, রান করেছেন ১২৪।

লেইনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে পেসার আছেন আর জেডেন সিলস, শামার জোসেফ, রোমারিও শেফার্ড ও জেডাইয়া ব্লেডস। রোস্টন চেইস ও গুডাকেশ মোটি সামলাবেন স্পিন বিভাগের দায়িত্ব।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম