সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে।
কঠোর পরিশ্রম সালমানের, ছেড়েছেন ফাস্ট ফুড থেকে মদ্যপান

- আপডেট সময় ০৮:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
সৈনিকের পোশাক গায়ে, কাঁটাতার জড়ানো হাতিয়ার ঝুলছে কাঁধে, কপাল ফেটে রক্তও বের হচ্ছে। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন বলিউডি অভিনেতা সালমান খান।
এই লুক সালমানের নতুন সিনেমার। ‘ব্যাটল অব গালওয়ান’ নামের সেই সিনেমায় তিনি সৈনিকের ভূমিকায় পর্দায় আসবেন। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে কিছুটা বদলে ফেলছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি।
‘ব্যাটল অব গালওয়ান’ তৈরি হচ্ছে ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে।
ভারতের এই সংবাদমাধ্যম লিখেছেন একেবারে আদাজল খেয়ে নেমেছেন সালমান। শরীর ফিট রাখতে নিয়ম করে ছুটছেন ব্যায়ামাগারে। সুরাপান ছেড়ে দিয়েছেন। বাদ দিয়েছেন ফাস্ট ফুড, সফট ড্রিংকসও। খাচ্ছেন হালকা খাবার।
চলতি মাসেই সালমানের নতুন সিনেমার শুটিংও শুরু হচ্ছে, যা ধাপে ধাপে চলবে নভেম্বর পর্যন্ত। লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা সময় ধরে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন সালমানের।
‘ব্যাটল অব গালওয়ানে’ সালমানের নায়িকা হচ্ছেন চিত্রাঙ্গদা সিং। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেইজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাকে টিমে স্বাগত জানিয়েছে।
ওই পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, “আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। সত্যিই আমার জন্য বিশেষ কিছু এই বিষয়টি। টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।”
‘ব্যাটল অব গালওয়ানের’ পরিচালক অপূর্ব লাখিয়া আশা করছেন চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।
কোরবানি ঈদে মুক্তি পাওয়া সালমানের সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’, যা ভালো ব্যবসা করতে পারেনি।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া লাগাতার মৃত্যু হুমকি, হত্যাচেষ্টা এবং নিরাপত্তার ঘেরাটোপে সিকান্দারের শুটিং সেরেছিলেন সালমান।
নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সিনেমা নিয়ে সালমান বেশি প্রচারও করতে পারেননি। কারো কারো ভাষ্য, বলিউডের তারকারা প্রচার কাজে সালমানের পাশে এসে দাঁড়ালে ভালো ফল আসত।
সিনেমা বিশ্লেষকরা আশা করছেন, ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটের এই সিনেমা দিয়ে পর্দায় ফেরার মত ফিরতে পারেন সালমান।
সূত্র : ভারতের সংবাদমাধ্যম
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম