‘সোনা জান’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে কেএম মিউজিকের ইউটিউব চ্যানেলে।
কনার কণ্ঠে বিচ্ছেদের অনুভূতি ঘিরে এল নতুন গান-‘সোনা জান’

- আপডেট সময় ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ভালোবাসা, অভিমান আর বিচ্ছেদের অনুভূতি ঘিরে নতুন একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।
‘সোনা জান’ শিরোনামের এই গানটি প্রকাশ হয়েছে কেএম মিউজিকের ইউটিউব চ্যানেলে।
রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আদিব কবির। ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম।
গানের দৃশ্যায়নে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার, তার সঙ্গে আছেন অমিত পাল। এই গানের মধ্য দিয়ে বাংলাদেশে কাজের যাত্রা শুরু হল অলিভিয়ার।

গানটি নিয়ে কনা বলেন, “গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে এটি আমার পছন্দের একটি গান। গানটি তৈরির শুরু থেকেই আমি যুক্ত ছিলাম। তবে মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে না।
“অনেক এফোর্ট দিয়ে মোহন ইসলাম ভিডিওটি বানিয়েছেন। অলিভিয়া সরকার ও অমিত পাল—দুজনেই অনেক ভালো করেছেন। আশা করছি, সব মিলিয়ে ‘সোনা জান’ গানটি সবার ভালো লাগবে।”
কনা জানিয়েছেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলোও। শুধু তাই নয়, গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন তিনি।
এছাড়াও সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে সব মাধ্যমেই গান নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এই সংগীতশিল্পী।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম