কলম্বিয়ার বোগোতায় “মন্টিনিগ্রো আর্ট প্রজেক্ট” আয়োজিত এক্সিবিশনে অতিথি হিসেবে সাক্ষাৎকার দেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত।
কলম্বিয়ায় “মন্টিনিগ্রো আর্ট প্রজেক্ট” এ বিপাশা হায়াত

- আপডেট সময় ০৯:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
বোগোতা আর্ট ইনটেনসিভ অনুষ্ঠানের উপস্থিত হয়ে সাক্ষাতকারে বিপাশা হায়াত বলেন ,
“আমি একজন আর্টিস্ট এবং আমি বোগোতা আই ইনটেনসিভ এর সাথে অনেকদিন ধরে জড়িত তাদের বিভিন্ন শিল্প-কর্ম ও বিভিন্ন কলাবোরেশনের সাথে সংযুক্ত । আমার সুযোগ হয়েছে ,আমি বোগোতা শহরে বিভিন্ন গ্যালারি , মিউজিয়াম ও বিভিন্ন স্টুডিও ঘুরে দেখেছি।”
তিনি আর বলেন, ” আমি সত্যিই আশ্চর্য হয়েছি এবং সাথে গর্ববোধ ও ছিল অরহেজ লিসার কাজ দেখে।অনুষ্ঠানের ওপেনিং এ প্রদর্শিত হয়েছিল যা ছিল অসাধারন। আমি যেভাবে ভাবছি উনি শিল্পী হিসেবে খুবই জেনুইন এবং তার আইডিয়া তিনি সুন্দর ভাবে এক্সপ্রেস করতে পারেন।এবং তার কাজে দেশের সমাজের সর্বস্তরের মানুষের প্রতি চিন্তা তার শিল্পকর্মে ফুটে উঠেছে।”তার কাজের মধ্যে আমি ক্রিয়েটিভিটি এবং সততা দুটি লক্ষ্য করেছি যা পৃথিবীর সকল আর্টিস্টদের ধারন করা উচিত।
বিপাশা হায়াত হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী ,মডেল , পেইন্টার এবং প্লেব্যাক সিঙ্গার । তিনি “আগুনের পরশমনি” সিনেমার জন্য “বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং সেরা অভিনেত্রীর জন্য তিনি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পান ১৯৯৮,১৯৯৯, এবং ২০০২ সালে। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে জয়যাত্রা আগুনের পরশমণি
৯০ দশকে নাটকের জগতে বিপাশা হায়াত ছিল অনন্য এক নাম । দীর্ঘদিন পরিবারের সাথে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সূত্র : খবর ও ছবি- ইন্টারনেট
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম