ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন নেতাদেরকে নিশানা করে কাতারে এই হামলা শুরু করেছে ইসরায়েল। কাতার ও আরব দেশগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে।
কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা

- আপডেট সময় ১১:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন নেতাদেরকে নিশানা করে কাতারে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার এই হামলা চালানো হয়। কাতার ও আরব দেশগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
কাতারে দীর্ঘদিন ধরেই হামাসের রাজনৈতিক দপ্তর আছে। সেখানে হামাস নেতাদের ওপর এই হামলায় ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যসহ উপসাগরীয় আরব দেশগুলো পর্যন্ত বিস্তৃত হল।
ইসরায়েলের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামাসের গাজা শাখার প্রধান ও শীর্ষ আলোচক খলিল আল হায়াসহ অন্যান্য শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
হামাসের শসস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস গত সোমবার জেরুজালেমের বাস স্টপে গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনার দায় স্বীকারের কিছু সময় পরই কাতারে ইসরায়েলের এই হামলা হল।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম