০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

‘কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ৬৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। এই সরকার বেশি বাড়াবাড়ি করলে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।

তিনি বলেন, ওবায়দুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। তিনি (কাদের) বলেছেন, বিএনপিকে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করে দিতে হবে। দুইদিন আগেও তিনি সারাদেশে বিএনপিকে প্রতিরোধের হুমকি দিয়েছেন। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ নেতাদের এমন হুংকারের পর বিএনপির ওপর হামলা-মামলা-আটকের অভিযানে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ, র‌্যাব ও সোয়াট বাহিনী।

এ মাফিয়া সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে রিজভী বলেন, সরকারের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান দেবেন না। এ সরকারই শেষ সরকার নয়। অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা’

আপডেট সময় ১০:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। এই সরকার বেশি বাড়াবাড়ি করলে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।

তিনি বলেন, ওবায়দুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। তিনি (কাদের) বলেছেন, বিএনপিকে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করে দিতে হবে। দুইদিন আগেও তিনি সারাদেশে বিএনপিকে প্রতিরোধের হুমকি দিয়েছেন। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ নেতাদের এমন হুংকারের পর বিএনপির ওপর হামলা-মামলা-আটকের অভিযানে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ, র‌্যাব ও সোয়াট বাহিনী।

এ মাফিয়া সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে রিজভী বলেন, সরকারের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান দেবেন না। এ সরকারই শেষ সরকার নয়। অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।