১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার বেশিরভাগ দেশের ওপরই ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

কানাডার পণ্যে আরো ৩৫% শুল্ক চাপালেন-মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি, রয়টার্স

 

বাণিজ্য চুক্তির আলোচনার মধ্যেই কানাডার পণ্যে আরো ৩৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার বেশিরভাগ দেশের ওপরই ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপরও নতুন করে শুল্ক বসাবেন তিনি, শিগগিরই সেই ঘোষণা আসবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে লেখা একটি চিঠি বৃহস্পতিবার ১০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প, সেখানেই তার নতুন শুল্কের ঘোষণা আসে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সব কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্প খাতে আরোপিত শুল্কের প্রভাব কানাডাও টের পাচ্ছে।

কেবল উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির (এনএএফটিএ) আওতায় কিছু কানাডীয় পণ্য আপাতত ছাড়ের আওতায় রয়েছে।

তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষিত শুল্ক কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তির (সিইউএসএমএ) আওতাভুক্ত পণ্যের ওপর প্রযোজ্য হবে কিনা, তা স্পষ্ট নয়।

গত এক সপ্তাহে ২১টি দেশের পণ্যে এভাবে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প; জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি বাংলাদেশ ও শ্রীলঙ্কাও রয়েছে ওই তালিকায়। বাড়তি ওই শুল্ক ১ আগস্ট থেকেই কার্যকর হবে।

এছাড়া বিশ্বজুড়ে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব ধরনের গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি তামা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন, যা আগামী মাসে কার্যকর হওয়ার কথা।

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার বেশিরভাগ দেশের ওপরই ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

কানাডার পণ্যে আরো ৩৫% শুল্ক চাপালেন-মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০১:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

বাণিজ্য চুক্তির আলোচনার মধ্যেই কানাডার পণ্যে আরো ৩৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার বেশিরভাগ দেশের ওপরই ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপরও নতুন করে শুল্ক বসাবেন তিনি, শিগগিরই সেই ঘোষণা আসবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে লেখা একটি চিঠি বৃহস্পতিবার ১০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প, সেখানেই তার নতুন শুল্কের ঘোষণা আসে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সব কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্প খাতে আরোপিত শুল্কের প্রভাব কানাডাও টের পাচ্ছে।

কেবল উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির (এনএএফটিএ) আওতায় কিছু কানাডীয় পণ্য আপাতত ছাড়ের আওতায় রয়েছে।

তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষিত শুল্ক কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তির (সিইউএসএমএ) আওতাভুক্ত পণ্যের ওপর প্রযোজ্য হবে কিনা, তা স্পষ্ট নয়।

গত এক সপ্তাহে ২১টি দেশের পণ্যে এভাবে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প; জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি বাংলাদেশ ও শ্রীলঙ্কাও রয়েছে ওই তালিকায়। বাড়তি ওই শুল্ক ১ আগস্ট থেকেই কার্যকর হবে।

এছাড়া বিশ্বজুড়ে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব ধরনের গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি তামা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন, যা আগামী মাসে কার্যকর হওয়ার কথা।

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম