কারাবন্দী আলেমদের মুক্তি চেয়ে হেফাজতের ইফতার মাহফিল
- আপডেট সময় ১০:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ২২০ বার পড়া হয়েছে
কারাবন্দী আলেমদের মুক্তি কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর উত্তরায় জামিয়াতুল মানহাল আল ক্বওমিয়া মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।ঢাকা মহানগর সেক্রেটারি মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী।
কারাবন্দী নেতাকর্মীদের ব্যাপারে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, বন্দিদের মুক্তি পাওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট যারা অবদান রেখেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুকরিয়া ও ধন্যবাদ। একই সঙ্গে এখনও যে সকল ওলামায়ে কেরাম, হেফাজতের নেতাকর্মী ও ইসলাম প্রিয় জনতা বন্দি রয়েছেন, দ্রুত তাদের মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
দীর্ঘ বন্দিত্বের কারণে তাদের পরিবার এবং কারও কারও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই হেফাজত নেতাকর্মীদের নামে ২০১৩, ২০১৬ ও ২০২১ সালের যত মামলা হয়েছে, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সকল মামলা দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা নিতে সরকারের দাবি জানাচ্ছি।











