কিইভে ইউক্রেইনের কর্নেল ইভাল ভরোনিচ হত্যার পেছনে রুশ গুপ্তচর সংস্থা এফএসবি চররা জড়িত সন্দেহে তাদেরকে হত্যা করা হয়।
কিইভে রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেইন

- আপডেট সময় ১২:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, রাজধানী কিইভে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-এর সন্দেহভাজন গুপ্তচরদের হত্যা করা হয়েছে।
গত সপ্তাহে ইউক্রেইনের এসইউবি সিকিউরিটি সার্ভিসের এক কর্নেলকে গুলি করে হত্যার সন্দেহে এই রুশ চররা ওয়ান্টেড ছিলেন।
গত বৃহস্পতিবার ১০ জুলাই কিইভে ইউক্রেইনের কর্নেল ইভাল ভরোনিচ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাকে হত্যার পেছনে রুশ গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’(এফএসবি) চররা জড়িত বলেই সন্দেহ ইউক্রেইনের।
এরপরই রোববার টেলিগ্রামে একটি বিবৃতি দিয়ে ইউক্রইনের গুপ্তচর সংস্থা এসইউবি ওই চরদের গ্রেপ্তার অভিযান চালালানোর কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, “রোববার সকালে বিশেষ অভিযান চলাকালে রাশিয়ার এফএসবি গুপ্তচর সংস্থার সদস্যরা বাধা দেন। সেই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে।”
তবে অভিযানে কয়জন রুশ গুপ্তচরকে হত্যা করা হয়েছে সে তথ্য জানায়নি ইউক্রেইন। তবে ইউক্রেইনের সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, তারা সন্দেহ করছে ভরোনিচ হত্যায় দুই জন- একজন পুরুষ এবং একজন নারী জড়িত ছিলেন।
রোববারের ওই অভিযানের বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছ থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেইনের কর্নেল নিহত হওয়ার পর থেকে রুশ গুপ্তচর সংস্থার চররা আত্মগোপন করে ছিলেন। তবে এসবিইউ এবং পুলিশ পরে তাদেরকে খুঁজে বের করে।
সূত্র : বিবিসি / রয়টার্স / টেলিগ্রামে বিবৃতি
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম