কুইক রেন্টালে ৯০ হাজার কোটি টাকা জরিমানা দেওয়া হয়েছে: চুন্নু
- আপডেট সময় ০৭:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৬৫ বার পড়া হয়েছে
গত ১২ বছরে শুধু কুইক রেন্টাল কোম্পানিগুলোকে বসিয়ে বসিয়ে ৯০ হাজার কোটি টাকা জরিমানা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে চুক্তি ছিল বিদ্যুৎ কিনতে না পারলে তাদের জরিমানা দেওয়া হবে। সে কারণেই জনগণের এ টাকা জরিমানা দেওয়া হয়েছে। সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে হিসাব চেয়েছিলাম; কিন্তু তিনি জবাব দিতে পারেননি।
বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদ হলরুমে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি এসব কথা বলেছেন।
তিনি বলেন, গত ১২ বছরে দেশ থেকে প্রায় ১৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থমন্ত্রীকে বললাম টাকা যে পাচার হচ্ছে ধরেন না কেন? তিনি আমার কাছে পাচারকারীদের নামের তালিকা চাইলেন। আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী আমারই যদি নাম দেওয়া লাগে তাহলে তাকে বাদ দিয়ে আমাকে অর্থমন্ত্রী দেন। আমি তাদের ধরব। বাণিজ্যমন্ত্রীকে বললাম আপনি কথা বলবেন না। আপনি মূল্য কমানোর কথা বললেই এক লাফে দ্বিগুণ বাড়ে। তাকে সিন্ডিকেট ভাঙ্গার কথা বললে তিনি বলেন এটি ভাঙ্গলে আরও ক্ষতি হবে। মানে হলো তিনিও সিন্ডিকেটের সদস্য।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, দুই দলই বিরোধী দলে গেলে বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর সরকারে গেলেই বলে এটি সঠিক পদ্ধতি নয়। গত ৩৩ বছরেও তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। নির্বাচন পদ্ধতিটাই এখনো ঠিক করতে পারেনি। তাই এখন সময় এসেছে- দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। তাই ফসল ঘরে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা আহবায়ক সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল উদ্দিন খানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির ও ভাইস চেয়ারম্যান আরিফ খান।
বক্তৃতা করেন- সাবেক এমপি ও হুইপ, চেয়ারম্যানের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মনজুর হোসেন মঞ্জু, যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শ্রী শংকর পাল, কেন্দ্রীয় সদস্য এমএ মুমিন চৌধুরী বুলবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি আবু সাঈদ স্বপন, আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, জিয়াউল হক জিয়া, কাজল আহমেদ ও অ্যাডভোকেট শিবলী খায়ের প্রমুখ।
পরে প্রধান অতিথি কেন্দ্রে গিয়ে সবার সঙ্গে সমন্বয় করে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান।