কুবিতে সাংবাদিক বহিষ্কারের ঘটনায় ইবিতে মানববন্ধন

- আপডেট সময় ১১:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৯৭ বার পড়া হয়েছে
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার চর্চা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকরা।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে ইবি প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কুবি ভিসিকে শুক্রবার পর্যন্ত পাঁচ দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। একইসঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন।
মানববন্ধনে ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, ইবি সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান, দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িমসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুবি ভিসি ব্যক্তিগত আক্রোশের ফলে ইকবাল মনোয়ারকে বহিষ্কার করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কুবি ভিসি দুর্নীতির পক্ষে সাফাই গাইবে আর সাংবাদিকরা তা লিখলেই তাদের বহিষ্কারের মতো ন্যক্কারজনক পদক্ষেপ গ্রহণ করবে- এটা আমরা মেনে নেব না। আমরা অন্যায়ের বিপক্ষে অতীতে কলম ধরেছি, বর্তমানেও ধরছি আর ভবিষ্যতেও ধরব। কোনো অপশক্তি আমাদের কলমকে বাধাগ্রস্ত করতে পারবে না।
উল্লেখ্য, গত ৩১ জুলাই কুবির ভিসি দুর্নীতির পক্ষে সাফাই গেয়ে বক্তব্য দেন। সেই বক্তব্য তুলে ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় ইকবালকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। পরে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়।