দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে বিমানটি, ত্রুটি দেখা দেওয়ায় ২টা ৫৫ মিনিটে সেটি শাহজালালে ফিরে আসে।
কেবিনের তাপমাত্রা ‘অতিরিক্ত’, উড্ডয়নের পর চট্টগ্রামগামী বিমান ফিরল ঢাকায়

- আপডেট সময় ০৫:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক রুটের পর এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ঢাকায় ফিরে এসেছে।
আন্তর্জাতিক রুটের পর এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ঢাকায় ফিরে এসেছে।
উড়োজাহাজটির ভেতরের কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় সেটি ঢাকায় ফিরিয়ে আনা হয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানিয়েছেন।
ফ্লাইটরাডার বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলছে, বিমান বহরের ড্যাশ-৮ ২০০ মডেলের (টুইন টার্বোপ্রপ ইঞ্জিন) উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি সোমবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে।
কিছুক্ষণ উড়ার পর ত্রুটি দেখা দেওয়ায় ২টা ৫৫ মিনিটে সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিকালে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উড্ডয়নের পর ফিরে আসা উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি ‘সারানো হয়েছে’।
তিনি বলেন, “সমস্যা গুরুতর ছিল না। যাত্রীরা এরই মধ্যে অনবোর্ড হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এটি ঢাকা থেকে ছেড়ে যাবে।”
মূলত উড্ডয়নের পর উড়োজাহাজটির ভেতরের কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় পাইলট উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে ফ্ল্যাপে সমস্যার কারণে ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।
ইতালির স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকলেও এখন সেটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।
এর আগে গত শনিবার সকালে ঢাকা থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে নামার পর বিমানের একটি বোয়িংয়ে সমস্যা দেখা দেয়। সেটি সারিয়ে দুই ঘণ্টা বিলম্বে উড়োজাহাজটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে।
তার আগে বৃহস্পতিবার রাতে বিমানের আবুধাবিগামী একটি বোয়িং উড়োজাহাজ ওড়ার ১ ঘণ্টা পর আবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। উড়োজাহাজটির তিনটি টয়লেটেরই ফ্লাশ একযোগে কাজ না করায় ভেতরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, পরে পাইলট সেটিকে ঢাকায় ফিরিয়ে আনেন।
তার একদিন আগে বুধবার ঢাকা থেকে ওড়ার একঘণ্টা পর মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ব্যাংককগামী বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। ওড়ার কিছুক্ষণ পর ইঞ্জিনে অতিরিক্ত কম্পন হচ্ছে বুঝতে পেরে ঢাকায় ফিরে আসেন পাইলট।
এর আগে গত ৩০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় ঘণ্টা আটকে ছিল বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা পরে বিমানটি ঢাকায় ফেরানো হয়।
তার দুদিন আগে ২৮ জুলাই ওড়ার পর কেবিন প্রেশারে ত্রুটির সংকেত পেয়ে আবার ঢাকায় ফিরে আসে বিমানের দাম্মামগামী একটি বোয়িং ৭৭৭- ইআর উড়োজাহাজ। পরে যাত্রীদের অন্য উড়োজাহাজে দাম্মাম পাঠানো হয়।
তার চারদিন আগে গত ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রামে এসে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের আরেকটি বোয়িং ড্রিমলাইনার। উড্ডয়নের কিছু সময় পর পাইলট ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করলে সেটি আবার চট্টগ্রামে ফিরে যায়। ত্রুটি মেরামত শেষে দুই ঘণ্টা পর সেটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
তার আট দিন আগে গত ১৬ জুলাই রাতে ‘চাকায় ত্রুটি’ দেখা দেওয়ায় বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ করা হয়। বিমানের আরেকটি ফ্লাইটে চাকা ও যন্ত্রাংশ পাঠানো পর উড়োজাহাজটি মেরামত করা হয়। ৩০ ঘণ্টা বিলম্বে দেশে ফেরে উড়োজাহাজটি।
সরকারের পক্ষ থেকে যখন বিমানের জন্য একযোগে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার কথা হচ্ছে, তখন একের পর এক ত্রুটির মুখে পড়ছে বিমানের বহরে থাকা বোয়িংগুলো।
বিমানের বহরের এখন ২১টি এয়ারক্রাফটের মধ্যে ১৬টি বোয়িং। এর মধ্যে ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর আর ছয়টি ন্যারোবডির বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে। এর বাইরে বিমানের বহরে স্বল্পদূরত্বে রুটে চলাচল উপযোগী পাঁচটি ড্যাশ- ৮০০ উড়োজাহাজ রয়েছে।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম