অমিতাভ এ মুহূর্তে ব্যস্ত আছেন জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের সঞ্চালনা নিয়ে।
‘কোনো অবসর নেই, এই প্রক্রিয়া চিরন্তন’, যা বোঝাতে চাইলেন অমিতাভ

- আপডেট সময় ১২:৩১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
বিভিন্ন বিষয়ে ব্লগে নিজের মতামত তুলে ধরেন বলিউডি সিনেমার মহাতারকা অমিতাভ ব্চন। এবারে জীবন ও সময় নিয়ে এই অভিনেতার চিন্তাধারণা প্রকাশ পেল তার লেখায়।
নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, “সময় ধীরে ধীরে সব শুদ্ধ করে দেয়। এর কোনো অবসর নেই, এই প্রক্রিয়া চিরন্তন। আমরা চাই বা না চাই, সময় আমাদের দিয়ে চলে, আবার যেটা চাই না সেটাও দিয়ে ফেলে।”
অমিতাভের কথায় প্রকৃত জীবন ক্ষণস্থায়ী, মিনিটে তার পরিমাপ সম্ভব নয়, বরং তা চিরস্থায়ী সত্তার অনুভব।
অমিতাভ আরও লিখেছেন, “সময়ই সিদ্ধান্ত নেয়, নির্দেশ দেয়, নিশ্চিত করে আর হিসাব রাখে। আর শেষ পর্যন্ত সময়ই আমাদের উজাড় করে সব কিছু দেয়। সেই দান সঠিক পথে ব্যবহৃত হবে, না কি নষ্ট হবে, তা পুরোটাই থাকে মানুষের হাতে।”
আনন্দবাজার লিখেছে, অমিতাভ এ মুহূর্তে ব্যস্ত আছেন জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের সঞ্চালনা নিয়ে।
সংখ্যার হিসেবে বয়স ৮৩ হলেও কয়েক প্রজন্মের অভিনেতার সঙ্গে টক্কর দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ। এই বয়সেও শুটিংয়ে পৌঁছান সহকর্মীদের আগে, সিনেমার স্বার্থে ছোটখাট টিলা থেকে লাফ দেওয়া বা হিমালয় বাইতেও পিছপা নন তিনি।
গেল দুই বছরে শুটিং সেটে কয়েকবার গুরুতর আহত হলেও, সুস্থ হয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে। ক্লান্তিকে ধারকাছে ঘেষতে না দিয়ে বর্ষীয়ান অভিনেতা কীভাবে শরীর স্বাস্থ্যকে নিজের ‘বশে রেখেছেন’ ।
সর্বশেষ অমিতাভকে দেখা গেছে ‘ভেটাইয়ান’ সিনেমায়; টি জে জ্ঞানভেল পরিচালিত ওই সিনেমায় দক্ষিণের মহাতারকা রজনীকান্ত অভিনয় করেছেন।
আর ওই সিনেমা দিয়ে ৩৩ বছর পর একসঙ্গে পাওয়া গেছে অমিতাভ ও রজনীকান্তকে।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম