০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে উঠে পড়ে লেগেছে আইসিসি

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ১০৮ বার পড়া হয়েছে

বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় ও প্রাচীন আসর অলিম্পিক গেমস। এই প্রতিযোগিতায় ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট ইভেন্ট ছিল। এরপর শতাব্দী ছাড়িয়ে গেলেও এই খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

তবে ক্রিকেটকে আবারও অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে উঠে পড়ে লেগেছে আইসিসি। যে কারণে আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে আইওসি কর্তৃপক্ষ। এ জন্য বেশ কিছু কৌশলের আশ্রয় নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, অলিম্পিক কমিটিকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিবেদন জমা দিচ্ছে আইসিসি।

যেখানে ক্রিকেটের বাজার ও জনপ্রিয়তার বিষয়গুলোও তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে বিশেষত তারা ভারতের ক্রিকেট বাজার থেকে বিপুল পরিমাণ আয়কে সামনে রেখেই চালিয়ে যাচ্ছে এই লড়াই। কেবল ক্রিকেটই নয়, আরও আটটি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির বিষয়ে পর্যালোচনার জন্য সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোস, ব্রেক ড্যান্সিং, কারাতে, কিকবক্সিং, স্কুয়াশ ও মোটরস্পোর্টস।

তাই অলিম্পিকে জায়গা পেতে হলে অন্যান্য ইভেন্টের সঙ্গে ক্রিকেটকে লড়তে হবে। যদিও তালিকায় রাখা ইভেন্টগুলোর মধ্যে কতগুলো নতুন খেলা আইওসি যোগ করতে পারবে, সেটা এখনও ঠিক হয়নি। গত ফেব্রুয়ারিতে আইওসি জানিয়েছিল, ২৮টি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকবে। পাশাপাশি সম্ভাবনাময় নতুন খেলাও যোগ করা হবে। সংবাদমাধ্যমটি আরও বলছে, ভারতের বাজারের জন্য বিপুল অঙ্কে বিক্রি হওয়া অলিম্পিক মিডিয়া স্বত্ত্বের চুক্তির অঙ্ককে সামনে তুলে ধরেছে আইসিসি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য ভারতে মিডিয়া রাইটস বাবদ আইওসি বিপুল অঙ্কের টাকা লাভ করবে। এই আয় অন্ততপক্ষে ১৩০ মিলিয়ন ডলারের বেশি হতে পারে। তবে যদি ক্রিকেট খেলাটা অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত করা হয় তাহলে সর্বোচ্চ ২৬০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে আইসিসি। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, ‘গোটা বিশ্বে আমাদের কয়েক বিলিয়ন সমর্থক রয়েছে। আর তাদের ৯০ শতাংশ মানুষই অলিম্পিকে ক্রিকেট খেলাটা দেখতে চায়।’

এদিকে সম্প্রতি যে বিপুল পরিমাণ অর্থে আইপিএল এবং আইসিসির মিডিয়া স্বত্ত্ব ভারতের বাজারে বিক্রি হয়েছে তাও তুলে ধরেছে আইসিসি। আইওসির সামনে আইপিএলের সদ্য বিক্রি হওয়া মিডিয়া সত্ত্বের পরিমাণ ৩০০ শতাংশ বৃদ্ধি তুলে ধরা হয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি টাকায়।

আইসিসির মিডিয়া স্বত্বের টাকার পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে ৪০০ শতাংশ। আইসিসির এই মিডিয়া স্বত্ত্ব বিক্রি হয়েছে তিন বিলিয়ন ডলারে; যা আগেরবার আট বছরের জন্য ১.৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। তাই ক্রিকেট অলিম্পিকে যুক্ত হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে উঠে পড়ে লেগেছে আইসিসি

আপডেট সময় ০৭:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় ও প্রাচীন আসর অলিম্পিক গেমস। এই প্রতিযোগিতায় ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট ইভেন্ট ছিল। এরপর শতাব্দী ছাড়িয়ে গেলেও এই খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

তবে ক্রিকেটকে আবারও অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে উঠে পড়ে লেগেছে আইসিসি। যে কারণে আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে আইওসি কর্তৃপক্ষ। এ জন্য বেশ কিছু কৌশলের আশ্রয় নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, অলিম্পিক কমিটিকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিবেদন জমা দিচ্ছে আইসিসি।

যেখানে ক্রিকেটের বাজার ও জনপ্রিয়তার বিষয়গুলোও তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে বিশেষত তারা ভারতের ক্রিকেট বাজার থেকে বিপুল পরিমাণ আয়কে সামনে রেখেই চালিয়ে যাচ্ছে এই লড়াই। কেবল ক্রিকেটই নয়, আরও আটটি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির বিষয়ে পর্যালোচনার জন্য সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোস, ব্রেক ড্যান্সিং, কারাতে, কিকবক্সিং, স্কুয়াশ ও মোটরস্পোর্টস।

তাই অলিম্পিকে জায়গা পেতে হলে অন্যান্য ইভেন্টের সঙ্গে ক্রিকেটকে লড়তে হবে। যদিও তালিকায় রাখা ইভেন্টগুলোর মধ্যে কতগুলো নতুন খেলা আইওসি যোগ করতে পারবে, সেটা এখনও ঠিক হয়নি। গত ফেব্রুয়ারিতে আইওসি জানিয়েছিল, ২৮টি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকবে। পাশাপাশি সম্ভাবনাময় নতুন খেলাও যোগ করা হবে। সংবাদমাধ্যমটি আরও বলছে, ভারতের বাজারের জন্য বিপুল অঙ্কে বিক্রি হওয়া অলিম্পিক মিডিয়া স্বত্ত্বের চুক্তির অঙ্ককে সামনে তুলে ধরেছে আইসিসি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য ভারতে মিডিয়া রাইটস বাবদ আইওসি বিপুল অঙ্কের টাকা লাভ করবে। এই আয় অন্ততপক্ষে ১৩০ মিলিয়ন ডলারের বেশি হতে পারে। তবে যদি ক্রিকেট খেলাটা অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত করা হয় তাহলে সর্বোচ্চ ২৬০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে আইসিসি। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, ‘গোটা বিশ্বে আমাদের কয়েক বিলিয়ন সমর্থক রয়েছে। আর তাদের ৯০ শতাংশ মানুষই অলিম্পিকে ক্রিকেট খেলাটা দেখতে চায়।’

এদিকে সম্প্রতি যে বিপুল পরিমাণ অর্থে আইপিএল এবং আইসিসির মিডিয়া স্বত্ত্ব ভারতের বাজারে বিক্রি হয়েছে তাও তুলে ধরেছে আইসিসি। আইওসির সামনে আইপিএলের সদ্য বিক্রি হওয়া মিডিয়া সত্ত্বের পরিমাণ ৩০০ শতাংশ বৃদ্ধি তুলে ধরা হয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি টাকায়।

আইসিসির মিডিয়া স্বত্বের টাকার পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে ৪০০ শতাংশ। আইসিসির এই মিডিয়া স্বত্ত্ব বিক্রি হয়েছে তিন বিলিয়ন ডলারে; যা আগেরবার আট বছরের জন্য ১.৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। তাই ক্রিকেট অলিম্পিকে যুক্ত হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।