১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার: এ্যানি

মিজানুর রহমান খান
  • আপডেট সময় ০৯:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ১৮৪ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। গত ১৫ বছরে শেখ হাসিনার নির্দেশে আমাদের বহু নেতাকর্মীকে খুন করেছে যৌথ বাহিনী। মানুষ এ বাহিনীর নাম দিয়েছে ‘যৌথ লীগ’। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। লাখ লাখ জনতা নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করা হবে। Advertisement শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে গোডাউন রোড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহবাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ফেরদৌস আহমেদ মানিকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার: এ্যানি

আপডেট সময় ০৯:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। গত ১৫ বছরে শেখ হাসিনার নির্দেশে আমাদের বহু নেতাকর্মীকে খুন করেছে যৌথ বাহিনী। মানুষ এ বাহিনীর নাম দিয়েছে ‘যৌথ লীগ’। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। লাখ লাখ জনতা নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করা হবে। Advertisement শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে গোডাউন রোড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহবাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ফেরদৌস আহমেদ মানিকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।