০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
ভার্চুয়াল ভাষণে বর্তমান অন্তর্বর্তী সরকার, বিচার ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি এবং জাতীয় অর্থনৈতিক নীতি নিয়ে প্রশ্ন তোলেন বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী

“খুনের অধিকার ইউনুসকে কে দিয়েছে?” প্রশ্ন শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক, বিডিপলিটিক্স২৪.কম, ঢাকা
  • আপডেট সময় ১০:৩২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ২০৪ বার পড়া হয়েছে

ছবি : ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।

 

একইসঙ্গে বর্তমান সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে আন্দোলনে অংশগ্রহণের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বহিঃবিশ্ব আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনলাইন আলোচনা সভায় এ প্রশ্ন ছুঁড়ে দেন ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রায় চার ঘন্টা সকলের সাথে মন খুলে কথা বলেন তিনি। এসময় সামনের দিনগুলোতে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করার নির্দেশ দেন।

পৃথিবীর নানা দেশে বসবাসরত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটনের সভাপতিত্বে এ ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির ভাষণ দেন দলের সবচেয়ে দীর্ঘসময়ের কাণ্ডারি শেখ হাসিনা।

 

আলোচনায় যোগ দেন অন্তত ৬০ টি দেশের নেতারা

 

দীর্ঘ আলোচনায় তিনি বলেন, ড. ইউনূস আজকে যে উঠেছেন, সেখানে সবচেয়ে বেশি সহযোগিতা আমি করেছিলাম। তিনি ভাষণের একটি বড় অংশ জুড়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সরাসরি ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী’ হিসেবেও আখ্যায়িত করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না। আর এত ধৃষ্টতা কোথায় পায় এভাবে তুলনা করে? তুলনার অধিকার আছে তাদের?

 

আলোচনায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন

 

এর ব্যাখ্যায় শেখ হাসিনা বলেন, “এই ইউনূস একটা অবৈধ ক্ষমতা দখলকারী। তার প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা অর্ডার অবৈধ। তাদের দেশ চালাবার কোন বৈধতা নাই। অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।”

আরেক প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষের বোঝা উচিত, এমন একজন মানুষ এখন দেশ দখল করেছে , যে তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে। সেই লেবাররা তার বিরুদ্ধে মামলা করেছে। লেবার কোর্টে সে ছয় মাসের সাজাও পেয়েছিল। এটাই তার বিরুদ্ধে একমাত্র মামলা নয়। ”

ড. ইউনুসের সম্পদের পরিমাণ ও অর্জন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ট্রাস্ট ও ফাউন্ডেশনের নামের আড়ালে সম্পদের পাহাড় গড়েছেন ইউনুস। কর ফাঁকি, শ্রমিক বঞ্চনার মত মামলা হলে কিছু টাকা খরচ করে নিজের পিঠ বাঁচিয়েছে কিন্তু দেশ ও জনগণের জন্য কিছুই করেনি এই ব্যক্তি।

শেখ হাসিনা আরো বলেন, “অর্থনীতি ধ্বংস, রাজনীতির ধ্বংস, সাংস্কৃতিক অবস্থান ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস—সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে।”

কর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, “আমি আছি, সব ধরনের সহযোগিতা আমি করে যাব। কিন্তু আমাদের দেশটাকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”
এরপর আলোচনায় যোগ দেয়া বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকলীগের নেতারা , দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় তাদের পরিকল্পনা ও বেদনাবিধুর শোকের মাস আগস্ট ও বিশেষ করে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর পালনের বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনার সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন বলেন, দেশ ও জনগণের প্রতি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু ও তার তনয়া শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণে এগিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ। ষড়যন্ত্রের ফলে এই দুর্বার যাত্রায় কিছুটা ছেদ পরেছে। তবে জনগণ এখন বুঝতে পারছে যে, তারা প্রতারিত হয়েছে। তাই এখনই সময়, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সঠিক তথ্য পৌঁছিয়ে দিয়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দেয়ার।

আলোচনার যোগ দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি ফয়েজ খান তৌফিক, মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম বাবুল হাসান, কুয়েত আওয়ামী স্বেচ্ছাসেব লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ করিম , এবং কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাজুল ইসলাম (বনী)।

আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

 

 

নিজস্ব প্রতিবেদক, বিডিপলিটিক্স২৪.কম, ঢাকা

নিউজটি শেয়ার করুন

ভার্চুয়াল ভাষণে বর্তমান অন্তর্বর্তী সরকার, বিচার ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি এবং জাতীয় অর্থনৈতিক নীতি নিয়ে প্রশ্ন তোলেন বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী

“খুনের অধিকার ইউনুসকে কে দিয়েছে?” প্রশ্ন শেখ হাসিনার

আপডেট সময় ১০:৩২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

একইসঙ্গে বর্তমান সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে আন্দোলনে অংশগ্রহণের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বহিঃবিশ্ব আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনলাইন আলোচনা সভায় এ প্রশ্ন ছুঁড়ে দেন ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রায় চার ঘন্টা সকলের সাথে মন খুলে কথা বলেন তিনি। এসময় সামনের দিনগুলোতে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করার নির্দেশ দেন।

পৃথিবীর নানা দেশে বসবাসরত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটনের সভাপতিত্বে এ ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির ভাষণ দেন দলের সবচেয়ে দীর্ঘসময়ের কাণ্ডারি শেখ হাসিনা।

 

আলোচনায় যোগ দেন অন্তত ৬০ টি দেশের নেতারা

 

দীর্ঘ আলোচনায় তিনি বলেন, ড. ইউনূস আজকে যে উঠেছেন, সেখানে সবচেয়ে বেশি সহযোগিতা আমি করেছিলাম। তিনি ভাষণের একটি বড় অংশ জুড়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সরাসরি ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী’ হিসেবেও আখ্যায়িত করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না। আর এত ধৃষ্টতা কোথায় পায় এভাবে তুলনা করে? তুলনার অধিকার আছে তাদের?

 

আলোচনায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন

 

এর ব্যাখ্যায় শেখ হাসিনা বলেন, “এই ইউনূস একটা অবৈধ ক্ষমতা দখলকারী। তার প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা অর্ডার অবৈধ। তাদের দেশ চালাবার কোন বৈধতা নাই। অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।”

আরেক প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষের বোঝা উচিত, এমন একজন মানুষ এখন দেশ দখল করেছে , যে তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে। সেই লেবাররা তার বিরুদ্ধে মামলা করেছে। লেবার কোর্টে সে ছয় মাসের সাজাও পেয়েছিল। এটাই তার বিরুদ্ধে একমাত্র মামলা নয়। ”

ড. ইউনুসের সম্পদের পরিমাণ ও অর্জন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ট্রাস্ট ও ফাউন্ডেশনের নামের আড়ালে সম্পদের পাহাড় গড়েছেন ইউনুস। কর ফাঁকি, শ্রমিক বঞ্চনার মত মামলা হলে কিছু টাকা খরচ করে নিজের পিঠ বাঁচিয়েছে কিন্তু দেশ ও জনগণের জন্য কিছুই করেনি এই ব্যক্তি।

শেখ হাসিনা আরো বলেন, “অর্থনীতি ধ্বংস, রাজনীতির ধ্বংস, সাংস্কৃতিক অবস্থান ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস—সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে।”

কর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, “আমি আছি, সব ধরনের সহযোগিতা আমি করে যাব। কিন্তু আমাদের দেশটাকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”
এরপর আলোচনায় যোগ দেয়া বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকলীগের নেতারা , দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় তাদের পরিকল্পনা ও বেদনাবিধুর শোকের মাস আগস্ট ও বিশেষ করে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর পালনের বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনার সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন বলেন, দেশ ও জনগণের প্রতি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু ও তার তনয়া শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণে এগিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ। ষড়যন্ত্রের ফলে এই দুর্বার যাত্রায় কিছুটা ছেদ পরেছে। তবে জনগণ এখন বুঝতে পারছে যে, তারা প্রতারিত হয়েছে। তাই এখনই সময়, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সঠিক তথ্য পৌঁছিয়ে দিয়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দেয়ার।

আলোচনার যোগ দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি ফয়েজ খান তৌফিক, মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম বাবুল হাসান, কুয়েত আওয়ামী স্বেচ্ছাসেব লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ করিম , এবং কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাজুল ইসলাম (বনী)।

আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

 

 

নিজস্ব প্রতিবেদক, বিডিপলিটিক্স২৪.কম, ঢাকা