১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম
খেলতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:৩২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৭৫ বার পড়া হয়েছে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩ জুন) বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২ জুন) বিকেলে উপজেলার হাজিপুর সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন, সাতঘরিয়া পাড়ার আউয়াল হকের ছেলে তানজিরুল ইসলাম (৬) ও শাহ আলমের ছেলে মনির হোসেন (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে তানজিরুল ও মনির খেলাধুলা করার জন্য বাড়ির পাশে যায়। এ সময় একটি খালে পড়ে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।
ট্যাগস