যমুনা ব্লকবাস্টার বন্ধ থাকবে দুইদিন।
‘গণঅভ্যুত্থান দিবসে’ বন্ধ থাকছে দুই সিনেমা হল

- আপডেট সময় ০১:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে একদিনের ছুটি ঘোষণা করেছে দেশের দুইটি মাল্টিপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস মঙ্গলবার তাদের স্ক্রিনিং বন্ধ রেখেছে।
প্রতিষ্ঠান দুইটি ফেইসবুকে পোস্ট দিয়ে এই খবর জানিয়েছে।
স্টার সিনেপ্লেক্স তাদের নোটিশে লিখেছে, “৫ অগাস্ট গণঅভ্যুত্থান দিবসে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা বন্ধ থাকবে। সাধারণ কার্যক্রম বুধবার থেকে পুনরায় শুরু হবে।”
এদিকে, যমুনা ব্লকবাস্টার বন্ধ থাকবে দুইদিন। সাপ্তাহিক ছুটি হিসেবে বুধবারও তাদের কার্যক্রম বন্ধ থাকবে।
ফেইসবুকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার এবং সাপ্তাহিক বন্ধ হিসেবে বুধবার যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে যথারীতি চালু থাকবে।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ অগাস্টে শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের ইতি ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।
সেই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনটি বাংলাদেশ উদযাপন করছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম