০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
শিরোনাম
কেন্দ্রীয় কমিটির ১১২ সদস্য ভোটে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৭ ভোট পেয়ে সুব্রত চৌধুরী নির্বাচিত হন।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সুব্রত চৌধুরী
নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ১০:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১১৪ বার পড়া হয়েছে
মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুর পর গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির সভাপতি পরিষদের সদস্য সুব্রত চৌধুরী।
শনিবার কেন্দ্রীয় কমিটির নেতাদের ভোটে তিনি ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এ তথ্য দিয়েছেন।
এর আগে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে সকাল ১০টায় কেন্দ্রীয় কমিটির সভা শুরু হয়। মতামতের ভিত্তিতে সভাপতি পদে নেতা নির্বাচিত করতে দুপুর ১টায় হয় ভোটগ্রহণ।
ভারপ্রাপ্ত সভাপতি পদে সুব্রত চৌধুরী এবং এস এম আলতাফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।
কেন্দ্রীয় কমিটির ১১২ জন সদস্য এ ভোটে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৭ ভোট পেয়ে সুব্রত চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
গত ১৫ জুন গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা যান।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











