০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

গর্ভধারিণী মা ও তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় : জয়া আহসান

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • / ২০২ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তারের ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের অনেকেই এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

শনিবার (১৮ মার্চ) বিকেলে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি।

মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক। কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’

তিনি আরও লেখেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়। সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

গর্ভধারিণী মা ও তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় : জয়া আহসান

আপডেট সময় ০৮:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তারের ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের অনেকেই এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

শনিবার (১৮ মার্চ) বিকেলে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি।

মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক। কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’

তিনি আরও লেখেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়। সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’