০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রিসেন্টের সদরদপ্তর ভবনে ইসরায়েলের এ হামলা ‘ইচ্ছাকৃত’, বলছে সংস্থাটি।

গাজায় ইসরায়েলের হামলায় রেড ক্রিসেন্টের কর্মী নিহত

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির ভবনে ধ্বংসযজ্ঞ। ছবি:বিবিসি

 

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি অভিযোগ করে বলেছে, গাজার সদরদপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের এক কর্মী নিহত এবং তিনজন আহত হয়েছে।

রোববার সকালের দিকে এই হামলায় ভবনে অগ্নিস্ফুলিঙ্গ দেখা দেয় বলে জানায় রেড ক্রিসেন্ট।

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রিসেন্টের সদরদপ্তর ভবনে ইসরায়েলের এ হামলা ‘ইচ্ছাকৃত’, বলছে সংস্থাটি।

কারণ, ইসরায়েল রেড ক্রিসেন্ট সোসাইটিইর সদরদপ্তর কোথায় অবস্থিত তা ভাল করেই জানে এবং জায়গাটি লাল প্রতীক দিয়ে চিহ্নিত।

এই অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করা হলে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এ হামলার বিষয়ে কোনওকিছু জানা থাকার কথা অস্বীকার করেছে।

স্যোশাল মিডিয়ায় শেয়ার করা রেড ক্রিসেন্টের একটি ভিডিওতে ভবনের কয়েকটি অংশে আগুন এবং ধোঁয়া দেখা গেছে। আরও কয়েকটি ছবিতে ভবনের মারাত্মক ক্ষয়ক্ষতি এবং কয়েক জায়গায় রক্তের চিহ্ন দেখা গেছে।

এক বিবৃতিতে, রেড ক্রিসেন্ট নিহত কর্মীর নাম ওমর ইসলাম উল্লেখ করেছে এবং তার মৃত্যুতে হৃদয় ভেঙে যাওয়ার কথা জানিয়েছে।

সংস্থাটি তাদের আরও দুই কর্মী আহত হওয়া এবং আগুন নেভাতে গিয়ে আরও এক বেসামরিক নাগরিকের আহত হওয়ার কথা জানায়।

রেড ক্রিসেন্ট বলছে, “এই হামলা ভুলবশত হয় নি। আমরা এর জবাবদিহিতা এবং সব মানবিক ত্রাণ কর্মী ও চিকিৎসা কর্মীর সুরক্ষার জন্য আহ্বান জানাচ্ছি।”

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রিসেন্টের সদরদপ্তর ভবনে ইসরায়েলের এ হামলা ‘ইচ্ছাকৃত’, বলছে সংস্থাটি।

গাজায় ইসরায়েলের হামলায় রেড ক্রিসেন্টের কর্মী নিহত

আপডেট সময় ১১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি অভিযোগ করে বলেছে, গাজার সদরদপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের এক কর্মী নিহত এবং তিনজন আহত হয়েছে।

রোববার সকালের দিকে এই হামলায় ভবনে অগ্নিস্ফুলিঙ্গ দেখা দেয় বলে জানায় রেড ক্রিসেন্ট।

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রিসেন্টের সদরদপ্তর ভবনে ইসরায়েলের এ হামলা ‘ইচ্ছাকৃত’, বলছে সংস্থাটি।

কারণ, ইসরায়েল রেড ক্রিসেন্ট সোসাইটিইর সদরদপ্তর কোথায় অবস্থিত তা ভাল করেই জানে এবং জায়গাটি লাল প্রতীক দিয়ে চিহ্নিত।

এই অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করা হলে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এ হামলার বিষয়ে কোনওকিছু জানা থাকার কথা অস্বীকার করেছে।

স্যোশাল মিডিয়ায় শেয়ার করা রেড ক্রিসেন্টের একটি ভিডিওতে ভবনের কয়েকটি অংশে আগুন এবং ধোঁয়া দেখা গেছে। আরও কয়েকটি ছবিতে ভবনের মারাত্মক ক্ষয়ক্ষতি এবং কয়েক জায়গায় রক্তের চিহ্ন দেখা গেছে।

এক বিবৃতিতে, রেড ক্রিসেন্ট নিহত কর্মীর নাম ওমর ইসলাম উল্লেখ করেছে এবং তার মৃত্যুতে হৃদয় ভেঙে যাওয়ার কথা জানিয়েছে।

সংস্থাটি তাদের আরও দুই কর্মী আহত হওয়া এবং আগুন নেভাতে গিয়ে আরও এক বেসামরিক নাগরিকের আহত হওয়ার কথা জানায়।

রেড ক্রিসেন্ট বলছে, “এই হামলা ভুলবশত হয় নি। আমরা এর জবাবদিহিতা এবং সব মানবিক ত্রাণ কর্মী ও চিকিৎসা কর্মীর সুরক্ষার জন্য আহ্বান জানাচ্ছি।”

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম