অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুরে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর

- আপডেট সময় ০৬:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরীর কাশিমপুর শ্মশান মন্দিরের দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বুধবার বিকালে অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন, “বুধবার পূজা মণ্ডপের কাজ শেষে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বিকালবেলা কে বা কারা মণ্ডপে ঢুকে পাঁচ-ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে। অন্যগুলো ক্ষতিগ্রস্ত করেছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বেগের মধ্যে আছি।”
মন্দির কমিটির লোকজন জানান, বুধবার বৃষ্টি ছিল। তখন কারিগর ও মন্দিরের লোকজন কাজ বন্ধ রাখেন। সন্ধ্যার দিকে মন্দিরে প্রবেশ করে তারা প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান।
এরপর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, “মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। বুধবার দুপুরে কাজ শেষে প্রতিমাগুলো ঢেকে রেখে চলে যায়। সন্ধ্যায় মন্দিরে ফিরে তারা দেখতে পান কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধারণা করছি চুরি করতে ঢুকে প্রতিমাগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
“প্রতিমাগুলোর কাজ এখনো শেষ হয়নি। তারা এগুলো ঠিক করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে এখনও অভিযোগ করেননি মন্দির কর্তৃপক্ষ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
গাজীপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম