তিনি গত বছরের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
গাজীপুরে বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

- আপডেট সময় ১১:২০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার ২৫ জুলাই কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকার ছুটি রিসোর্ট থেকে কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক
নাসির উদ্দিন মৃধা জর্জ (৪৮) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে।
তিনি গত বছরের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ছুটি রিসোর্টে ওই নেতার ভাতিজার বিয়ের অনুষ্ঠান চলছিল। তিনি সেখানে যোগদান করার খবর পেয়ে রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গাজীপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম