০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম
বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটের সামনে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অস্ত্রধারীরা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

গাজীপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ০৫:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে
গাজীপুরে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি শাহিন খান শুক্রবার দুপুরে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।”
তুহিনের বড় ভাই মো. সেলিম অজ্ঞাত আসামি করে বাসন থানায় হত্যা মামলাটি করেছেন।
গাজীপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম