প্রাক-মৌসুমে চার ম্যাচের সবকটি জিতে এখন লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরুর অপেক্ষায় কাতালান দলটি।
গাম্পার ট্রফি জিতে যেখানে উন্নতির তাগিদ দিলেন বার্সেলোনা কোচ

- আপডেট সময় ০৫:২২:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
নিজেরা গোল করেছে পাঁচটি, হজম করতে হয়নি একটিও। হোয়ান গাম্পার ট্রফির লড়াইয়ে কমোর বিপক্ষে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট হান্সি ফ্লিক। তবে রক্ষণে আরও উন্নতির জায়গা দেখছেন বার্সেলোনা কোচ।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি হোয়ান গাম্পারের নামানুসারে প্রতি মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এই ট্রফির ৬০তম আসরে রোববার রাতে ইতালিয়ান দলটির বিপক্ষে ৫-০ গোলে জেতে ফ্লিকের দল।
ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে প্রথমার্ধে চারটিসহ ম্যাচের ৪৯ মিনিটের মধ্যেই পাঁচটি গোল করে ফেলে লা লিগা চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন লামিনে ইয়ামাল ও ফের্মিন লোপেস। অন্য গোলটি করেন রাফিনিয়া।
ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি উন্নতির তাগিদ দেন জার্মান কোচ ফ্লিক।
“বল নিয়ে আমরা যেভাবে খেলেছি, যেভাবে সুযোগ তৈরি করেছি, তাতে আমি খুব খুশি। আমরা খুব খুশি, যদিও (প্রতিপক্ষকে) চাপে রাখার ক্ষেত্রে আমাদের রক্ষণে কিছু বিষয়ে উন্নতি করতে হবে। তবে সামগ্রিকভাবে, আমি খুব খুশি।”
এবার প্রাক-মৌসুমে চার ম্যাচের চারটিতেই জিতেছে বার্সেলোনা। এই চার ম্যাচে ২০ গোল করার বিপরীতে কাতালান দলটি গোল হজম করেছে মাত্র চারটি।
আগামী শনিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে গত মৌসুমে তিনটি ট্রফি জেতা বার্সেলোনা।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম